This Article is From Feb 13, 2019

তৃণমূল বিধায়ক হত্যা: ৭ ফেব্রুয়ারি পর্যন্ত গ্রেফতার নয় মুকুল রায়কে, রায় কলকাতা হাইকোর্টের

শনিবার বিধায়ক সত্যজিত বিশ্বাসের খুনের ঘটনায় বাকি তিনজনের সঙ্গে এফআইআরে মুকুল রায়ের নাম থাকায় মঙ্গলবার হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন তিনি।

তৃণমূল বিধায়ক হত্যা: ৭ ফেব্রুয়ারি পর্যন্ত গ্রেফতার নয় মুকুল রায়কে, রায় কলকাতা হাইকোর্টের
কলকাতা:

তৃণমূল বিধায়ক সত্যজিত বিশ্বাসের খুনের ঘটনায় বিজেপি নেতা মুকুল রায়কে ৭ মার্চ পর্যন্ত গ্রেফতার করা যাবে না বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। “অপরাধের গুরুত্ব বিচার করে” বিজেপি নেতাকে “এখনই” আগাম জামিন দিতে নারাজ কলকাতা হাইকোর্ট।

বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি এম মণ্ডলের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়, বিচারপতিরা জানিয়ে দেন, মামলার পরবর্তী শুনানি হবে ৫ মার্চ।

তদন্তের প্রয়োজন ছাড়া মুকুল রায়ের নদিয়ায় ঢোকার ওপরেও নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা হাইকোর্ট।

বিধায়ক খুনের ঘটনায় আগাম জামিনের আবেদন মুকুল রায়ের

শনিবার বিধায়ক সত্যজিত বিশ্বাসের খুনের ঘটনায় বাকি তিনজনের সঙ্গে এফআইআরে মুকুল রায়ের নাম থাকায় মঙ্গলবার হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন তিনি।

শুক্রবার সরস্বতী পুজোর একটি মণ্ডপে ছিলেন নদিয়ার কৃষ্ণগঞ্জের সত্যজিত বিশ্বাস।সেই সময় তাঁকে লক্ষ্য করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে অজ্ঞাতপরিচয় আততায়ী।ঘটনায় এখনও পর্যন্ত কার্তিক মণ্ডল এবং সুজিত মণ্ডল নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।তাদের ১৪ দিনের জন্য নিজেদের হেফাজতে নিয়েছেন তদন্তকারীরা।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.