This Article is From Mar 11, 2020

নদিয়ার তৃণমূল বিধায়ক খুন! অভিযুক্ত বিজেপি সাংসদের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর

তৃণমূল কংগ্রেস বিধায়ক সত্যজিত বিশ্বাস খুনের মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেলেন বিজেপি সাংসদ

নদিয়ার তৃণমূল বিধায়ক খুন! অভিযুক্ত বিজেপি সাংসদের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর

তৃণমূল কংগ্রেস বিধায়ক সত্যজিত বিশ্বাস খুনের মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেলেন বিজেপি সাংসদ। (ফাইল ছবি)

কলকাতা:

তৃণমূল কংগ্রেস বিধায়ক সত্যজিত বিশ্বাস খুনের মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেলেন বিজেপি সাংসদ (BJP MP)। এদিন সাংসদ জগন্নাথ সরকারের এই জামিনের আবেদন মঞ্জুর করে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এর আগে বিজেপি সাংসদের গ্রেফতারিতে অন্তর্বর্তীকালীন ছাড় দিয়েছিল আদালত। পাশাপাশি জগন্নাথ সরকারকে নির্দেশ দিয়েছিল তদন্তে সহযোগিতা করতে। বুধবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চ-এর দুই বিচারপতি জয়মাল্য বাগচি আর শুভ্র ঘোষ ব্যক্তিগত ৫০ হাজার টাকার বন্ডে এই জামিন মঞ্জুর করেছেন। আর মাসে একবার ভবানীভবনে সিআইডির দফতরে গিয়ে হাজিরার নির্দেশ দিয়েছেন। নদিয়ার কৃষ্ণগঞ্জের টিএমসি বিধায়ক (TMC MLA Murder) সত্যজিত বিশ্বাস গত বছর ৯ ফেব্রুয়ারি সরস্বতীর পুজোর প্যান্ডেল থেকে ফুলবাড়ির বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হয়েছিলেন। হাঁসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর। সে বছরই রানাঘাট লোকসভা আসন থেকে বিজেপির টিকিটে সাংসদ নির্বাচিত হন জগন্নাথ সরকার। 

করোনা সন্দেহে বেলেঘাটা আইডি-তে ভর্তি আরও ২

এদিন ওই বিজেপি সাংসদের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুরের আবেদন করতে গিয়ে জগন্নাথ সরকারের আইনজীবী বলেছেন, "রাজনৈতিক রং দেখে মিথ্যা মামলায় আমার মক্কেলকে ফাঁসানো হয়েছে।" এদিকে সরকার পক্ষের আইনজীবী তাঁর আগামী জামিনের আবেদনের বিরোধিতা করেছে। সেই আইনজীবীর দাবি, "মূল অভিযুক্তের বয়ানে অভিযুক্ত হিসেবে জগন্নাথ সরকারের নাম উল্লেখ রয়েছে। তাই খারিজ হোক তাঁর জামিনের আবেদন।" এদিকে, জগন্নাথ সরকারের অন্তর্বর্তীকালীন জামিনের শুনানি ঝুলে থাকায় ২৪ জানুয়ারি গ্রেফতারি এড়াতে বিশেষ রক্ষাকবচ দিয়েছিল আদালত।       



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)

.