This Article is From Oct 01, 2019

‘‘বাংলাকে শান্ত করুন’’: বিজেপিতে এসেই অমিত শাহর কাছে আর্জি সব্যসাচী দত্তর

তৃণমূল কংগ্রেসের বিধায়ক সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta) বিজেপিতে যোগ দিলেন দলের সভাপতি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে।

Advertisement
অল ইন্ডিয়া Edited by

এবছরের জুলাই মাসে বিধাননগর পৌরসভার মেয়র পদ থেকে পদত্যাগ করেন সব্যসাচী দত্ত।

রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিধায়ক সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta) মঙ্গলবার বিজেপিতে (BJP) যোগ দিলেন দলের সভাপতি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) উপস্থিতিতে। তিনি অমিত শাহর কাছে আর্জি জানালেন তৃণমূ‌লের কারণে রাজনৈতিক ভাবে উত্তপ্ত হয়ে ওঠা বাংলাকে ‘‘শান্ত'' করার। বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তর হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। অমিত শাহর নেতৃত্বে নাগরিক পঞ্জি নিয়ে এক সেমিনারেই আনুষ্ঠানিক ভাবে গেরুয়া শিবিরে যোগ দিলেন সব্যসাচী। পরে বিজেপি সভাপতি সব্যসাচীকে আলিঙ্গন করে তাঁকে দলে স্বাগত জানান। সব্যসাচী দত্ত বলেন, ‘‘আমার কাছে ব্যক্তিগত বা দলীয় স্বার্থের চেয়ে অনেক বড় দেশ এবং দেশের স্বার্থ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত নতুন উচ্চতায় পৌঁছেছে।''

তি‌নি আরও বলেন, ‘‘আমি অমিত শাহজির কাছে আর্জি জানাব যেভাবে তিনি কাশ্মীরকে শান্ত করেছেন, সেই ভাবে তিনি বাংলাকে শান্ত করতেও পদক্ষেপ করুন। বাংলার মানুষ পরিবর্তনেকর জন্য মুখিয়ে রয়েছেন এবং সেটা খুব শীঘ্রই হবে।''

তৃণমূল যতই বিরোধিতা করুক, নাগরিকত্ব আইন আনবই: কলকাতায় অমিত শাহ

Advertisement

তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, সব্যসাচী দত্তর গেরুয়া শিবিরে যোগ দেওয়া নিয়ে দল মাথা ঘামাচ্ছে না। তিনি বলেন, ‘‘গত কয়েক মাস ধরে সব্যসাচী দত্তর সঙ্গে আমাদের (তৃণমূল কংগ্রেস) কোনও সম্পর্ক নেই। এনিয়ে আমাদের কোনও মাথাব্যথাও নেই। ওঁকে যেতে দিন ও দেখে নিতে দিন কারা বেশি ক্ষমতাবান, তৃণমূলের জোড়া ফুল নাকি একলা পদ্ম।''

এবছরের জুলাই মাসে বিধাননগর পৌরসভার মেয়র পদ থেকে পদত্যাগ করেন সব্যসাচী দত্ত। তাঁকে নিয়ে এখনও পর্যন্ত বিজেপিতে যোগদানকারী তৃণমূ‌‌ল বিধায়কের সংখ্যা দাঁড়াল আট।

Advertisement

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানাতেই জম্মু ও কাশ্মীর পদক্ষেপ, কলকাতায় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

এছাড়াও কংগ্রেসের দু'জন এবং একজন সিপিআই(এম) বিধায়কও গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন।

Advertisement

এবারের লোকসভা নির্বাচনে ৪২টি আসনের মধ্যে ১৮টিতে জয়ী হয় বিজেপি। শাসক তৃণমূলের থেকে তাদের প্রাপ্ত আসনসংখ্যা মাত্র ৪ কম। ২০১৪ সালে বিজেপি পেয়েছিল মাত্র দু'টি আসন। এবার তাদের অভাবনীয় উত্থানের পর রাজ্য রাজনীতিতে প্রবল প্রতিদ্বন্দ্বিতার সৃষ্টি হয়েছে।

দেখুন ভিডিও

  .  



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Advertisement