This Article is From Jul 09, 2019

কেন্দ্রীয় বাজেটকে “দিশাহীন” বললেন সৌগত রায়

সৌগত রায় সংসদে বলেন, এই বাজেট কর্পোরেটদের জন্য।

Advertisement
অল ইন্ডিয়া
নয়াদিল্লি:

কেন্দ্রীয় বাজেটকে “ফালতু” এবং “দিশাহীন” বলে মন্তব্য করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তাঁর অভিযোগ, এই বাজেটে গরীব এবং কৃষকদের জন্য কিছুই নেই।তিনি বলেন, “বাজেটে গরীব, কৃষক এবং মধ্যবিত্তদের জন্য কিছুই নেই। আমি এর বিরোধিতা করছি, কারণ এই বাজেট ফালতু এবং দিশাহীন”। আলোচনার সময় কেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং রাষ্ট্রীয়মন্ত্রী অনুরাগ ঠাকুর অনুপস্থিত, সেই প্রশ্ন তোলেন তিনি।  

তবে সৌগত রায়ের বক্তব্যের মাঝেই সংসদে হাজির হন অনুরাগ ঠাকুর। তিনি জানান, ভিতরেই ছিলেন, তবে জলপানের জন্য বাইরে গিয়েছিলেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী বলেন, “এই বিতর্ককে সরকার খুবই গুরুত্ব দিয়ে দেখছে। বিরোধীরাই বরং নেই”।

সৌগত রায় সংসদে বলেন, এই বাজেট কর্পোরেটদের জন্য।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Advertisement
Advertisement