রবিবারের দ্বিপ্রহরে মঞ্চে মমতার দাবি, কোনও কিছুই তাঁদের সমর্থকদের সমাবেশে আসা থেকে আটকাতে পারেনি।
হাইলাইটস
- মমতার দাবি, সমাবেশে যোগ দেওয়া আটকাতে ট্রেন কম চালানোর সিদ্ধান্ত রেলের
- তাঁর দাবি, কোনও কিছুই সমর্থকদের সমাবেশে আসা থেকে আটকাতে পারেনি
- কিন্তু মমতার এহেন দাবিকে নস্যাৎ করেছে রেল
কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দাবি করেছেন, রেল পরিষেবা (Rail Service) সঙ্কুচিত করা হয়েছিল রবিবার, যাতে বেশি সংখ্যক মানুষ একুশে জুলাইয়ের (21 July) সমাবেশে যোগ দিতে না পারেন। কিন্তু রেলের দাবি, তারা কোনও ট্রেন বাতিল তো করেইনি, উল্টে বেশ কয়েকটি বিশেষ ট্রেন চালিয়েছে। রবিবারের দ্বিপ্রহরে মঞ্চে মমতার দাবি, কোনও কিছুই তাঁদের সমর্থকদের সমাবেশে আসা থেকে আটকাতে পারেনি। তিনি জানান, ‘‘রেল পরিষেবা সঙ্কুচিত করা হয়েছে মানুষকে সমাবেশে আসতে বাধা দিতে। আমাদের তেমন ক্ষমতা নেই যে রেক ভাড়া করব... বহু মানুষকে শহরে আসতে আজ বাধা দেওয়া হয়েছে। কোনো কিছুই অবশ্য আমার সমর্থকদের সমাবেশে যোগ দেওয়া থেকে আটকাতে পারেনি।''
শনিবারই তৃণমূল নেত্রী বলেছিলেন, কেন্দ্রীয় সরকার চেষ্টা করছে সমাবেশে বাধা দিতে। অন্য রবিবারের তুলনায় ৩০ শতাংশ ট্রেন চালানো হচ্ছে। সব খুঁটিয়ে দেখতে ওইদিন সমাবেশের স্থল পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী। এরপরই সাংবাদিকদের সামনে তিনি জানান, প্রত্যেক দলেরই অধিকার রয়েছে মিছিল-সমাবেশ করার। এটা কেড়ে নেওয়া উচিত নয়।
কাটমানির পাল্টা ব্ল্যাকমানি ফেরানোর দাবি তুললেন মমতা
মমতা জানিয়েছেন, ‘‘আমি শুনেছি আগামীকাল রেল সাধারণ সংখ্যক ট্রেন চালাবে না বিজেপির নির্দেশে। আমার কাছে খবর আছে, ওরা সাধারণ ভাবে রবিবার যত ট্রেন চলে তার মাত্র ৩০ শতাংশ ট্রেন চালাবে। এটা ঠিক নয়।''
তবে পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে তারা অতিরিক্ত পরিষেবা দিয়েছে যাত্রীদের অতিরিক্ত ভিড়ের আগাম আন্দাজ করে।
তৃণমূল নেতাদের বাস থেকে টেনে নামানোর ‘হুমকি', এফআইআর দিলীপ ঘোষের বিরুদ্ধে
পূর্ব রেলওয়ের এক আধিকারিক জানাচ্ছেন, ‘‘শিয়ালদহ শাখায় আটটি বিশেষ ট্রেন ও একজোড়া ট্রেন যেগুলি রবিবার বাতিল থাকে, সেগুলিও এদিন চালানো হয়। শিয়ালদহ-সোনারপুর একটি ট্রেন ডায়মন্ড হারবার পর্যন্ত গিয়েছে।''
হাওড়া শাখায় ১১টি বিশেষ ট্রেন চলেছে। রবিবার বাতিল থাকা চারটি ট্রেন যেগুলি রবিবার বাতিল থাকে, আজ চালানো হয়েছে। জানানো হয়েছে, দু'টি ন'বগির ইএমইউ ট্রেন চালু রাখা হয়েছে শিয়াদহ মেইন শাখা ও সেন্ট্রালে। জরুরি পরিস্থিতিতে চালানোর জন্য। এছাড়াও পূর্ব রেলের তরফে উত্তরবঙ্গের চারটি এক্সপ্রেস ট্রেনে অতিরিক্ত একটি করে জেনারেল দ্বিতীয় শ্রেণির কামরা যোগ করা হয়েছে যাত্রীসংখ্যার আধিক্যকে সামলাতে।
কোনও ট্রেনই বাতিল করা হয়নি বলেও জানানো হয়েছে।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)