This Article is From Mar 23, 2019

দু’দশক বাদে তৃণমূল থেকে বাদ পড়ল ‘কংগ্রেস’

দু’দশক বাদে নাম বদলাল তৃণমূলের। এখন থেকে শুধুই তৃণমূল। নামের সঙ্গে থাকা কংগ্রেস শব্দটি আর ব্যবহার করবে না তৃণমূল।

দু’দশক বাদে তৃণমূল  থেকে বাদ পড়ল ‘কংগ্রেস’

নয়ের দশকের শেষে  কংগ্রেস  থেকে বেরিয়ে এসে  আলাদা  দল গড়েন মমতা বন্দ্যোপাধ্যায়।

হাইলাইটস

  • নামের সঙ্গে থাকা কংগ্রেস শব্দটি আর ব্যবহার করেব না তৃণমূল
  • ব্যানার থেকে শুরু করে পোস্টার সব জায়গাতেই থাকবে শুধু তৃণমূল কথাটি
  • নির্বাচন কমিশনে এখনও নিজেদের পুরনো নামই রাখছে জোড়া ফুল শিবির
কলকাতা:

দু'দশক বাদে নাম বদলাল তৃণমূলের (TMC)। এখন থেকে শুধুই তৃণমূল। নামের সঙ্গে  থাকা  কংগ্রেস (Congress) শব্দটি আর ব্যবহার  করবে না তৃণমূল। দলের ব্যানার  থেকে শুরু করে পোস্টার  সব জায়গাতেই থাকবে শুধু তৃণমূল  কথাটি। কিন্তু নির্বাচন  কমিশনে এখনও নিজেদের পুরনো  নাম (সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস)-ই  রাখছে জোড়া  ফুল  শিবির। নয়ের দশকের শেষে  কংগ্রেস  থেকে বেরিয়ে এসে  আলাদা  দল গড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। সে সময় লোকসভা নির্বাচন দিয়েই  যাত্রা  শুরু হয় দলের। তারপর একে একে  অন্য নির্বাচনেও লড়তে থাকে তৃণমূল। ২০১১ সালে রাজ্যে ক্ষমতায় আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। এই দীর্ঘ  সময় নিজেদের নামের সঙ্গে কংগ্রেস শব্দটি ব্যবহার  করে এসেছে তৃণমূল। এবার আর তা  হবে না। এখন  থেকে শুধুই তৃণমূল।

আজ রাজ্যে রাহুল, মালদায় সভা করবেন কংগ্রেস সভাপতি

নামের সঙ্গে সঙ্গে দলের লোগোতেও বদল এসেছে । নতুন লোগোটিতে সবুজের পাশাপাশি নীল রঙ  থাকছে। তৃণমূল কথাটি লেখা হয়েছে সবুজ রঙ দিয়ে। গত এক সপ্তাহের কিছু বেশি সময় ধরে নতুন লোগোর ব্যবহার হয়ে আসছে। দলের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও এই বদল চোখে পড়বে। দলের শীর্ষ নেতারাও নিজেদের অ্যাকাউন্টে নতুন লোগোকে স্থান দিতে  শুরু করেছেন।                

(সংবাদ সংস্থা পিটিআইয়ের তথ্য সংযোজিত হয়েছে)



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.