This Article is From Jun 24, 2019

বিজেপি যেন ‘জঙ্গি সংগঠন, গুন্ডা ভাড়া করে এনেছে রাজ্যে’: তৃণমূল

বিজেপি যেন ‘‘একটা জঙ্গি সংগঠন’’। তারা ভিন রাজ্য থেকে ‘‘গুন্ডা ভাড়া করে এনে’’ রাজ্যের পরিবেশ অশান্ত করে তুলছে। এভাবেই তৃণমূল আক্রমণ করল বিজেপিকে।

বিজেপি যেন ‘জঙ্গি সংগঠন, গুন্ডা ভাড়া করে এনেছে রাজ্যে’: তৃণমূল

নির্বাচনের পর থেকেই অশান্ত ভাটপাড়া।

হাইলাইটস

  • বিজেপিকে ‘জঙ্গি সংগঠন’ বলে আক্রমণ তৃণমূলের।
  • বিজেপি জানিয়েছে, ‘রাজ্যকে পাকিস্তানে পরিণত করতে চায় তৃণমূল।’
  • নির্বাচনের পর থেকেই অশান্ত ভাটপাড়া।
কলকাতা:

বিজেপি (BJP) যেন ‘‘একটা জঙ্গি সংগঠন'' (Terrorist Organisation)। তারা ভিন রাজ্য থেকে ‘‘গুন্ডা ভাড়া করে এনে'' রাজ্যের পরিবেশ অশান্ত করে তুলছে। রবিবার এভাবেই তৃণমূল কংগ্রেস (TMC) আক্রমণ করল বিজেপিকে। বিজেপিও পাল্টা অভিযোগ এনে জানিয়েছে, ‘‘বাংলাকে পাকিস্তান বানাতে চাইছে তৃণমূল।'' পাশাপাশি তৃণমূলের আরও অভিযোগ, বিজেপি দ্রুত ক্ষমতা দখলের অভিপ্রায়ে সাম্প্রদায়িক হিংসা ছড়াচ্ছে রাজ্যে। কলকাতার মেয়র ও তৃণমূল নেতা ফিরহাদ হাকিম সংবাদমাধ্যমের কাছে বিজেপির বিরুদ্ধে দলের ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, ‘‘আমরা বলতে বাধ্য হচ্ছি, লোকসভা নির্বাচনের পর থেকে বিজেপি বাংলায় একটা জঙ্গি সংগঠনের মতো কাজ করছে। বিহার ও উত্তরপ্রদেশ থেকে গুন্ডা ভাড়া করে এনে রাজ্যকে অশান্ত করে তুলতে চাইছে।''

পুলিশের গুলিতে আহত দলের দুই কর্মী ও এক কিশোর, অভিযোগ বিজেপির

উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় সাম্প্রতিক সংঘর্ষের প্রসঙ্গে ফিরহাদ বলেন, ওখানে বাঙালিদের এলাকা ছাড়তে বাধ্য করা হচ্ছে। তিনি বলেন, ‘‘আমরা গোটা রাজ্যকে ভাটপাড়া হতে দেব না।''

ভয়ঙ্কর! মাঝ রাতে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চলল সাংবাদিককে লক্ষ্য করে

বিজেপি নেতৃত্বও অবশ্য পাল্টা আক্রমণ করেছে তৃণমূলকে। জানিয়ে দিয়েছে, তৃণমূল চেষ্টা করছে ‘‘বাংলাকে পাকিস্তানে পরিণত করতে।''

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘রাজ্য প্রশাসন ভাটপাড়ার সমস্যাকে মেটাতে আগ্রহী নয়। রাজ্যে আইনবিহীন একটা পরিস্থিতি তৈরি হয়েছে। ওরা এটাকে পাকিস্তান করে তুলতে চাইছে, যেখানে আপনি ‘জয় শ্রী রাম' বলতে পারবেন না।''

নির্বাচনের পর থেকেই অশান্ত ভাটপাড়া। দুই দলের মধ্যে সংঘর্ষের সাক্ষী থাকতে হচ্ছে সেখানকার বাসিন্দাদের। অর্জুন সিংহ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করার পরে সেই অশান্তি প্রবল আকার ধারণ করেছে। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের মধ্যেই রয়েছে ভাটপাড়া।

.