This Article is From Oct 25, 2018

অরবিন্দ মেনন কে? আমি ওঁর নাম শুনিনি, বিজেপি নেতাকে কটাক্ষ পার্থর

বঙ্গ বিজেপির সহ পর্যবেক্ষক অরবিন্দ মেননকে  কটাক্ষ করলেন  তৃণমূল মহা সচিব পার্থ চট্টোপাধ্যায়। 

Advertisement
Kolkata

Highlights

  • বঙ্গ বিজেপির সহ পর্যবেক্ষক অরবিন্দ মেননকে কটাক্ষ করলেন তৃণমূল মহাসচিব
  • রাজ্যের সর্বত্র গিয়ে আদর্শ প্রচারের কথা বলছেন বিজেপি নেতা
  • তৃণমূল মহাসচিব বলেন, অরবিন্দ মেনন কে? আমি ওঁর নাম শুনিনি
কলকাতা:

বঙ্গ বিজেপির সহ পর্যবেক্ষক অরবিন্দ মেননকে  কটাক্ষ করলেন  তৃণমূল মহা সচিব পার্থ চট্টোপাধ্যায়।  অরবিন্দ বলেছেন, ঝোপরি ঝোপরি মে  জানা  হ্যায়, খোপড়ি  খোপড়ি মে ইনজেকশন দেনা  হ্যায়। মানে রাজ্যের  সর্বত্র গিয়ে আদর্শ প্রচারের কথা বলছেন বিজেপি নেতা। এ ব্যাপারে প্রতিক্রিয়া  চাওয়া হলে  তৃণমূল  মহাসচিব বলেন, অরবিন্দ মেনন কে? আমি ওঁর নাম শুনিনি। ওঁর সংগ্রামের ইতিহাস জানা নেই। এঁদের কে নেতা,  কে নয় জানি না। এসব জেন নি আগে পরে প্রতিক্রিয়া দেব। অন্যদিকে  সিবিআইয়ের দুর্নীতি প্রসঙ্গে  সুর চড়ান পার্থ। তাঁর কটাক্ষ দুর্নীতিগ্রস্থদের খোঁজার ভার পেয়েছে দুর্নীতিগ্রস্থরাই।

এর আগে  কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের মধ্যে  চলতে  থাকা ‘গৃহযুদ্ধ'  প্রসঙ্গে বিজেপিকে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে  তিনি  লিখলেন সিবিআই এখন বিবিআই (বিজেপি ব্যুরো অফ  ইনভেশটিগেশন )।  গোটা ব্যাপারটাই তাঁর  কাছে খুবই দুর্ভাগ্যজনক। সেকথার  রেশ টেনে পার্থ বলেন সংবিধান স্বীকৃত সংস্থার মর্যাদা নষ্ট  করছে  বিজেপি। তৃণমূল মহাসচিব  যেদিন এ কথা  বলছেন সেদিন সকালে  ছুটিতে যাওয়া  সিবিআই অধিকর্তা  অলোক বর্মার বাড়ির সামনে থেকে  চার ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। আজ সকালে অলোকের দিল্লির বাড়ির সামনে থেকে এই  চার  জনকে গ্রেফতার করা হয়। বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা  কর্মীরাই ওই চার জনকে  গ্রেফতার করেন। এঁরা  আইবির গোয়েন্দা। এ ব্যাপারে  অবশ্য  প্রতিক্রিয়া দিতে চাননি তৃণমূল মহাসচিব। এদিন রাজনৈতিক কর্মসূচিও ঘোষণা করেন পার্থ। পরের মাসে 16 তারিখ দলের নেতা  কর্মীদের নিয়ে বৈঠক করবেন তৃণমূল সুপ্রিমো।                                                          

                                                                                                                     

Advertisement
Advertisement