This Article is From Jul 16, 2018

ভর্তি-প্রক্রিয়ায় জুলুমবাজি, ধৃত তৃণমূল ছাত্রনেতা

কলেজের ভর্তি প্রক্রিয়া চলার সময় এক পড়ুয়ার কাছ থেকে অর্থ চাওয়ার অভিযোগে রাজ্য পুলিশ গতকাল তৃণমূল ছাত্র পরিষদের নেতা তরুণ সেনকে গ্রেফতার করল।

ভর্তি-প্রক্রিয়ায় জুলুমবাজি, ধৃত তৃণমূল ছাত্রনেতা

ভারতীয় দণ্ডবিধির 341, 325, 384, 379, 506 এবং 34 ধারায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।

কলকাতা:

রাজ্যের কলেজে কলেজে ভর্তি প্রক্রিয়া নিয়ে প্রবল বিতর্কের মাঝেই আবার একটি ঘটনার কথা প্রকাশ্যে এল। কলেজের ভর্তি প্রক্রিয়া চলার সময় এক পড়ুয়ার কাছ থেকে অর্থ চাওয়ার অভিযোগে রাজ্য পুলিশ গতকাল তৃণমূল ছাত্র পরিষদের নেতা তরুণ সেনকে গ্রেফতার করল। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ছাত্র এবং তৃণমূল ছাত্র পরিষদের নেতা তরুণ সেন বাগডোগরা কলেজের ভূতপূর্ব সাধারণ সম্পাদক ছিলেন।

শনিবার রাতে গ্রেফতার করা হয় তাঁকে। ভারতীয় দণ্ডবিধির 341, 325, 384, 379, 506 এবং 34 ধারায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। আপাতত তাঁকে দশ দিন পুলিশ হেফাহতে থাকার নির্দেশ দিয়েছে আদালত।

গতকাল এই মামলাটি শিলিগুড়ির অতিরিক্ত বিচারবিভাগীয় আদালতে স্থানান্তরিত করা হয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের ঘটনাগুলির বিরুদ্ধে পুলিশকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.