Read in English
This Article is From Dec 27, 2018

"রথযাত্রার নামে রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে বিজেপি": পার্থ

তৃণমূল মহাসচিব তথা রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন যে তাঁদের দল গঠনমূলক রাজনীতিতে বিশ্বাসী। বিজেপি'র মতো ভাঙন এবং মানুষে মানুষে ভেদাভেদের রাজনীতিতে বিশ্বাস করে না তৃণমূল কংগ্রেস।

Advertisement
অল ইন্ডিয়া
কলকাতা:

রথযাত্রা নিয়ে ফের বিজেপি'র  বিরুদ্ধে তোপ দাগল তৃণমূল কংগ্রেস। আজ তৃণমূল মহাসচিব তথা রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন যে তাঁদের দল গঠনমূলক রাজনীতিতে বিশ্বাসী। বিজেপি'র মতো ভাঙন এবং মানুষে মানুষে ভেদাভেদের রাজনীতিতে বিশ্বাস করে না তৃণমূল কংগ্রেস। তিনি এই প্রসঙ্গে সিপিএমের ৩৪ বছর শাসনকে সরিয়ে দিয়ে তৃণমূলের ক্ষমতায় আসার কথাও বলেন। "যেভাবে প্রতিদিন কথা বলছেন বিজেপি নেতারা, তার থেকে একটি কথা স্পষ্ট যে, ঠিক কীভাবে এ রাজ্যে হিংসা ছড়াতে চাইছে গেরুয়া শিবির।  আইন অমান্যের নামে বিজেপি গুন্ডামি করে চলেছে", বলেন পার্থ। 

কলকাতা মেট্রোতে আগুন, অসুস্থ ১১ জন

রাজ্য সরকার তাদের রথযাত্রা করায় 'বাধা' দিচ্ছে, এই দাবিতে রাজ্যের জেলায় জেলায় আইন-অমান্যের সিদ্ধান্ত নেয় বিজেপি। যা করতে গিয়ে ইতিমধ্যেই হাওড়া ও বীরভূমে প্রভূত ঝামেলা হয়ে গিয়েছে। তার প্রেক্ষিতেই আজ কথা বলেন তৃণমূল মহাসচিব। 

Advertisement

তিনি সাফ বলেন, "রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর আঘাত হানা ছাড়া বিজেপির আর কোনও উদ্দেশ্য নেই"৷ 

অন্যদিকে, পুলিশ জানিয়েছে, বিজেপি'র আইন-অমান্য থেকে এখনও পর্যন্ত ৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement
Advertisement