This Article is From Jul 06, 2020

পয়ষট্টি হলেই পোস্টাল ব্যালট! বিধি বিলোপের আর্জি তৃণমূল কংগ্রেসের

গত জুনে স্বরাষ্ট্র মন্ত্রক ফের একদফা সংশোধনীর প্রস্তাব দিয়েছে কমিশনকে।

Advertisement
অল ইন্ডিয়া Reported by , Edited by (with inputs from PTI)

গত জুনে স্বরাষ্ট্র মন্ত্রক ফের একদফা সংশোধনীর প্রস্তাব দিয়েছে কমিশনকে (ফাইল ছবি)।

কলকাতা:

সংক্রমণ নির্বাচন বিধিতে বদল এনেছে কমিশন। পয়ষট্টির উর্ধ্ব ব্যক্তি পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। সেই বিধি বিলোপের আবেদন জানাল তৃণমূল কংগ্রেস। সোমবার রাজ্যের শাসক দলের অভিযোগ, "এই বিধি অসাংবিধানিক।" নির্বাচন কমিশনে লেখা চিঠিতে তৃণমূল কংগ্রেসের আশঙ্কা, "করোনার সংক্রমণ প্রতিরোধে গৃহীত এই সিদ্ধান্ত ভারতীয় গণতন্ত্রের পরিপন্থী।" সেই চিঠিতে স্বাক্ষর রয়েছে তৃণমূল কংগ্রেসের সাধারণ সচিব সুব্রত বক্সির। সেই চিঠিতে উল্লেখ, "সবদিক বিবেচনা করে আমাদের দল নির্বাচন কমিশনকে এই বিধি বিলোপের আবেদন জানাচ্ছে।" ২০১৯-এর অক্টোবর নির্বাচন বিধি সংস্কারে জোর দিয়েছিল কমিশন।

সেই সংস্কারে ভর করে বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিক আর অশীতিপর ভোটার প্রয়োজনে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। গত জুনে স্বরাষ্ট্র মন্ত্রক ফের একদফা সংশোধনীর প্রস্তাব দিয়েছে কমিশনকে। সেই প্রস্তাব মেনে করোনা সংক্রমণ বিচারে পয়ষট্টির ওপর নাগরিকদের পোস্টাল ব্যালটে ভোটাধিকারে অনুমোদন দেওয়া হয়েছে।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Advertisement