This Article is From Jun 24, 2019

বিজেপির বিক্ষোভের মুখে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “মানুষ তৃণমূলের অপশাসন ও দুর্নীতিতে হতাশ এবং তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ এই বিক্ষোভ”।

Advertisement
Kolkata
শীতলকুচি:

উত্তরবঙ্গ যাওয়ার পথে বিজেপি কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি (Subrata Bakshi)। তৃণমূলের বিরুদ্ধে রাজ্যে সন্ত্রাস নিয়ন্ত্রণ করতে না পারার অভিযোগ তুলে, তাঁর গাড়ি ঘেরাও করে গো ব্যাক ধ্বনি দিতে থাকেন বিজেপি কর্মীরা, পাশাপাশি তাঁকে কালো পতাকাও দেখানো হয়। এদিন কোচবিহারের শীতলকুচিতে(Sitalkuchi)  দলীয় সভায় যোগ দিতে যাচ্ছিলেন সুব্রত বক্সি(Subrata Bakshi)। জেলায় বিজেপি কর্মীদের ওপ হামলায় অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তির দাবিও জানান তাঁরা। বিক্ষোভের পরেই, সভায় যোগ দেওয়ার পরিকল্পনা বাতিল করে ফিরে আসেন সুব্রত বক্সি। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের অভিযোগ, রাজ্যে শান্তি ও স্থিরতা চায় না বিজেপি।

বাংলায় দুষ্কৃতীদের খতম করতে আনা হবে “ইউপি মডেল”: বিজেপি

তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, “যারা কালো পতাকা দেখিয়েছে, তাদের গণতন্ত্রে বিশ্বাস নেই।তারা রাজ্যে শান্তি ও স্থিরতাকে বিঘ্নিত করতে চায়। এই ধরণের প্রতিবাদ আমরা সমর্থন করি না। বিষয়টি দেখা উচিত পুলিশের”।

Advertisement

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “মানুষ তৃণমূলের অপশাসন ও দুর্নীতিতে হতাশ এবং তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ এই বিক্ষোভ”।

লোকসভা নির্বাচনে রাজ্যের যে সমস্ত এলাকা ভোট পরবর্তী হিংসায় উত্ত্প্ত হয়ে উঠেছিল তার মধ্যে অন্যতম কোচবিহারের শীতলকুচি(Sitalkuchi) । 

Advertisement
Advertisement