বহরমপুর: সোমবার শাসকদল তৃণমূল কংগ্রেসকে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন মুর্শিদাবাদের কংগ্রেস নেতা-সাংসদ অধীররঞ্জন চৌধুরী। তিনি বলেন, মুর্শিদাবাদ জেলায় একটা আসনও পাবে না তৃণমূল। বিজেপি এবং তৃণমূলকে একই মুদ্রার এপিঠ ও ওপিঠ বলেও তোপ দাগেন তিনি। রাজ্যের এই সীমান্তবর্তী জেলাটিতে মোট লোকসভা আসনের সংখ্যা তিনটি। তার মধ্যে দুটি আসন রয়েছে কংগ্রেসের দখলে। একটিতে ক্ষমতায় রয়েছে সিপিএম। “আমি তৃণমূলকে চ্যালেঞ্জ করছি। ক্ষমতা থাকলে ওরা মুর্শিদাবাদ জেলা থেকে একটা আসনে জিতে দেখাক। ওরা গুন্ডা থেকে পুলিশ- সব ধরনের ক্ষমতা প্রদর্শন করুক। কিচ্ছু আসে যায় না। এই জেলাতে প্রতিবারের মতো এবারেও জিতব আমরাই”, বলেন অধীর।
মালদায় তৃণমূলের ' বেনজির' সাফল্য, নূরকে দলে নিয়ে মালদায় সংগঠনকে শক্ত করল শাসকদল
বহরমপুরের একটি সভায় বক্তৃতা দিতে এসে প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি বলেন, “তৃণমূল তো মানুষকে তাদের ভোটটাই দিতে দেয় না। তবে, এই বারে খেলাটা অন্যরকম হবে। কেন্দ্রীয় বাহিনী পাহারায় থাকবে বলে বিশেষ সুবিধা করতে পারবে না ওরা”।