This Article is From Nov 07, 2018

ছাত্রদের মধ্যে রাজ্য সরকাররে উন্নয়নমূলক কাজের প্রচার করবে টিএমসিপি

অন্যদিকে রাজ্যে সংগঠন বাড়াতে মরিয়া বিজেপিও। আগামী ডিসেম্বর থেকে রাজ্যে তিনটি রথযাত্রা আয়োজন করতে চলেছে তারা

Advertisement
অল ইন্ডিয়া

বিজেপি- আরএসএসকে ঠেকাতেও  ছাত্র  সংগঠনকে কাজে  লাগাতে চাইছে  তৃণমূল ।

Highlights

  • রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের প্রচার করবে তৃণমূল ছাত্র পরিষদ
  • ছাত্রদের জন্য রাজ্য প্রশাসন কী করেছে সেটাই তুলে ধরা হবে
  • মাত্র কয়েকদিন আগে দলের ছাত্র সংগঠনে রদবদল ঘটিয়েছে তৃণমূল
কলকাতা:

লোকসভা নির্বাচনের আগে ছাত্রদের মধ্যে রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের প্রচার করবে তৃণমূল ছাত্র  পরিষদ। ছাত্রদের জন্য রাজ্য প্রশাসন কী করেছে সেটাই তুলে ধরা হবে। লোকসভা নির্বাচনে নতুন ভোটারদের পাশে  পেতেই এমনটা করা হচ্ছে। গত সাত বছর রাজ্য চালিয়ে  একাধিক শিক্ষা  প্রতিষ্ঠান  তৈরি করেছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে কথাই  তুলে ধরা হবে। তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্য বলেন, ‘আমরা  ছাত্রদের কাছে  রাজ্য সরকারের উন্নয়নের কথা তুলে ধরবো। আমার মনে  হয় শুধু শিক্ষাক্ষেত্রে যে  কাজ আমরা করেছি  সেটা  দেখেই  ভোটাররা আমাদের সমর্থন করবে।'

মাত্র কয়েকদিন আগে দলের ছাত্র সংগঠনে রদবদল ঘটিয়েছে  তৃণমূল। জয়া দত্তর জায়গায় সভাপতি হয়েছেন ত্রিনাঙ্কুর। নতুন সংগঠনকে উন্নয়নের কাজ প্রচারের পাশাপাশি বিজেপি- আরএসএসকে ঠেকাতেও  ছাত্র  সংগঠনকে কাজে  লাগাতে চাইছে  তৃণমূল । দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানান তাঁরা বিজেপি এবং আরএসএসের বিপদ সম্পর্কে বোঝাতেই ছাত্র সংগঠনকে  কাজে  লাগাতে চাইছেন।  

অন্যদিকে রাজ্যে সংগঠন বাড়াতে মরিয়া বিজেপিও। আগামী ডিসেম্বর থেকে রাজ্যে তিনটি রথযাত্রা আয়োজন করতে চলেছে তারা। সেই রথযাত্রা থেকে এনআরসি-র দাবিতে জনমত তৈরির কাজ করবে বিজেপি। অসমের মতো এ রাজ্যেও নাগরিক তালিকা  তৈরির দাবিকে সামনে রেখে আন্দোলনে ধার বাড়াতেই এমন উদ্যোগ । ডিসেম্বর মাসের পাঁচ তারিখ তারাপীঠ থেকে প্রথম দফার রথযাত্রার সূচনা  করবেন বিজেপি সভাপতি অমিত শাহ। পরের দুটি রথযাত্রা হবে সাগর এবং কোচবিহার থেকে।



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
Advertisement
Advertisement