தமிழில் படிக்க Read in English
This Article is From Oct 25, 2018

এন্টারটেনমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নোট দিয়ে ‘প্রতারণা’1.90 লক্ষ খোয়ালেন দোকানদার

দোকানে এসে গয়না কিনলেন  যুগল। 1.90 লক্ষ   টাকার  বিল মেটালেন নগদে।

Advertisement
অল ইন্ডিয়া

পুলিশ জানিয়েছে যে গাড়িতে করে  ওই দুজন  এসেছিলেন তাতে কোনও নম্বর  প্লেট ছিল না।

Highlights

  • টাকায় লেখা রয়েছে এন্টারটেনমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
  • পলিথিনের ব্যাগ থেকে টাকা দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে যায় দুজন
  • সিসি টিভিউ ফুটেজের সাহয্যে ওই দুজনের সন্ধান শুরু হয়েছে
লুধিয়ানা :

দোকানে এসে গয়না কিনলেন  যুগল। 1.90 লক্ষ   টাকার  বিল মেটালেন নগদে। টাকা গুনে নিলেন দোকান মালিক। তবে টাকায় কোন  ব্যাঙ্কের নাম লেখা আছে  দেখলেন না।  দুই ক্রেতা চলে গেলেন। কিছুটা  বাদে পাঞ্জাবের লুধিয়ানার  দোকান মালিক দেখলেন টাকায় লেখা  রয়েছে এন্টারটেনমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

শ্যামসুন্দর বর্মা নামে ওই দোকান মালিক বুঝলেন তিনি প্রতারণার শিকার হয়েছেন। গোটা ঘটনার বিবরণ দিয়েছেন শ্যাম । তাঁর কথায় গাড়ি  করে ওই দু'জন দোকানের ভেতরে  প্রবেশ করে। 56 গ্রাম সোনা কেনে। দাম হয় 1.90 লক্ষ টাকা।নিজেদের সঙ্গে  থাকা পলিথিনের ব্যাগ থেকে টাকা  দিয়ে তাড়াতাড়ি  বেরিয়ে যায়। ওই দু'জন চলে  যাওয়ার পর নোট দেখে  বুঝতে  পারি আমি সর্বশান্ত  হয়েছি। খুব কষ্ট করে দোকানটা দাঁড় করিয়ে ছিলাম। এখন কী হবে জানি না!

অন্যদিকে পুলিশ জানিয়েছে যে গাড়িতে করে  ওই দুজন  এসেছিলেন তাতে কোনও নম্বর  প্লেট ছিল না।  তবে  দোকানে থাকা  সিসি টিভিউ ফুটেজের সাহয্যে  ওই  দুজনের সন্ধান শুরু হয়েছে।               

Advertisement

 

Advertisement