বিমান কেনা নিয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি এবং পক্ষপাতিত্বের অভিযোগে সরব রাহুল।
হাইলাইটস
- সোল ছবির গানকে হাতিয়ার করলেন কংগ্রেস সভাপতি রাহুল
- টুইটারে 17 সেকেন্ডের একটি ভিডিয়ো পোস্ট করলেন তিনি
- দুর্নীতি এবং পক্ষপাতিত্বের অভিযোগ তুলে আগেও সরব হয়েছেন রাহুল
নিউ দিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শিল্পপতি অনীল অম্বানির মধ্যে 'নৈকট্য' বোঝাতে কালজযী হিন্দি ছবি সোল –এর গানকে হাতিয়ার করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি। তাঁর মতে রাফালে যুদ্ধ বিমান কেনা প্রসঙ্গে 30 হাজার কোটি টাকার ‘অফসেট কনট্রাক্ট'পেয়েছে অনিলের সংস্থা।
এই প্রসঙ্গে সোলে ছবির অতি জনপ্রিয় গান ‘ইয়ে দোস্তি হাম নেহি তোরেঙ্গে '-এর উল্লেখ করলেন কংগ্রেস সভাপতি। এদিন টুইটারের মাধ্যমে এই প্রসঙ্গটি তুললেন রাহুল। 17 সেকেন্ডের একটি ভিডিয়ো পোস্ট করলেন তিনি। সেখানে মোদী এবং অনিলের ছবি দেখা যাচ্ছে । আর নেপথ্য থেকে ভেসে যাচ্ছে ওই গানটি।
রাফালে যুদ্ধ বিমান কেনা নিয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি এবং পক্ষপাতিত্বের অভিযোগ তুলে আগেও সরব হয়েছেন কংগ্রেস সভাপতি। তিনি জানিয়েছেন ইউপিএ আমলে এই যুদ্ধ বিমানের অফসেট কনট্রাক্ট রাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকা সংস্থা হাল-এর পাওয়ার কথা ছিল। কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পর তা বদলে গিয়েছে।