This Article is From Apr 18, 2020

কর্মহীন যৌনকর্মীদের পাশে টেলিপাড়া, অর্থসংগ্রহে তৈরি ‘জাঙ্গিয়া রহস্য’

তিলোত্তমার বুকে লুকিয়ে থাকা একটুকরো উপনগরীর এমন উপোসী চেহারা বোধহয় দেখেনি কেউ কোনোদিন।

কর্মহীন যৌনকর্মীদের পাশে টেলিপাড়া, অর্থসংগ্রহে তৈরি ‘জাঙ্গিয়া রহস্য’

খোঁজ মিলল ‘লাকি অরেঞ্জ আনডি’র! (সৌজন্যে টিভওয়ালা মিডিয়া)

কলকাতা:

রাত বাড়লেই রূপ খোলে যে অ-রূপ নগরীর, ক্রেতার অভাবে ধু ধু মরুভূমি সেই সোনাগাছি। তিলোত্তমার বুকে লুকিয়ে থাকা একটুকরো উপনগরীর এমন উপোসী চেহারা বোধহয় দেখেনি কেউ কোনোদিন। দেখেননি এখানকার এক লক্ষ যৌনকর্মীরাই (Sex Worker)। প্রথমে কাস্টমারের অভাব, শেষে বাড়িওয়ালির ঘাড়ধাক্কা---দুইয়ের সাঁড়াশি চাপে সন্তান নিয়ে নিরন্ন অবস্থায় পথে পথে ঘুরছেন তাঁরা। অন্ন-বস্ত্র-বাসস্থানের প্রাথমিক প্রয়োজনটুকু হারিয়ে তাঁরা অসহায়। টিভিওয়ালা মিডিয়া (TVWALA Media) ঘরে বসা দর্শকদের বিনোদন দেওয়ার পাশাপাশি এবার পাশে দাঁড়াল তাদের। দুর্বার কমিটির (Durbar) দিকে সাহায্যের হাত বাড়াতে ঘরে বসেই বানিয়ে ফেলেছে ছোট ছবি ‘জাঙ্গিয়া রহস্য' (Jangiya Rohoshyo)।

অন্তর্বাস নিয়ে যেমন লুকোছাপার শেষ নেই, তেমনি ট্যাবুরও অন্ত নেই। তবু এই পোশাক ছাড়া সবাই অচল। এবং প্রত্যেকের একটি বিশেষ প্রিয় বা পছন্দের অন্তর্বাস থাকে, যা যেকোনও পরিস্থিতিতে সবাইকে স্বাচ্ছন্দ্য দেয়। তেমনই এক প্রিয় অন্তর্বাস হারিয়ে ফেলছে অপ্রতীম বা অ্যাপপ। কিছুতেই তার ‘লাকি অরেঞ্জ আনডি' খুঁজে না পেয়ে শেষে সে হত্যে দেয় বন্ধু প্রসূন ওরফে প্রস-এর কাছে। অনেক খওঁজাখুঁজির পরেও না পেয়ে শেষে গোয়েন্দা লোমকেশের ডাক পড়ে! ডাকলেন! লোমকেশ কীভাবে খোঁজ পেল ‘লাকি অরেঞ্জ আনডি'র? মজার মোড়কে, পানিং করে বিনোদনের প্যান্ডোরা বক্স এভাবেই খুলল সোশ্যাল মিডিয়ায়। শৌভিক দাশগুপ্তের কাহিনি ও পরিচালনায় ছোট ছবিতে অভিনয় করেছেন অপ্রতীম, সৌমেন্দ্র, প্রসূন, ইন্দ্রজিৎ, জিৎ।

.