This Article is From Jan 09, 2019

মুসলমান নন এমন ব্যক্তিদের নাগরিকত্ব দিতে আইন পাস হল লোকসভায়

কংগ্রেস- সহ কয়েকটি বিরোধী দলের বিরোধিতা সত্ত্বেও লোকসভায় নাগরিকত্ব সংক্রান্ত আইন পাস হয়ে গেল।

নাগরিকত্ব  সংশোধন বিলের বিরোধিতায় সরব হয় তৃণমূলও।

হাইলাইটস

  • লোকসভায় নাগরিকত্ব সংক্রান্ত আইন পাস হয়ে গেল
  • কংগ্রেস- সহ কয়েকটি বিরোধী দল এটির বিরোধিতা করে
  • বিজেপির সঙ্গে সকারর চালিয়ে আসা কয়েকটি দলও বিলের বিরধিতা করেছে
নিউ দিল্লি:

কংগ্রেস- সহ কয়েকটি বিরোধী দলের বিরোধিতা সত্ত্বেও লোকসভায় নাগরিকত্ব সংক্রান্ত আইন পাস হয়ে গেল।  এর ফলে  পাকিস্তান,  বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে আগত অ-মুসলমানরা ভারতের নাগরিকত্ব পাবেন। শুধু কংগ্রেস বা বামেরা নয় উত্তরপূর্ব ভারতে বিজেপির সঙ্গে  সকারর চালিয়ে আসা কয়েকটি দলও বিলের বিরধিতা করেছে।  

তাদের মনে হয়েছে সংবিধানের মূল ধারার পরিপন্থী।  এর আগে  সোমবার  অসমে  বিজেপির সরকার  থেকে সমর্থন প্রত্যাহার করে  অসম গণ পরিষদ।   অসমে নাগরিকত্ব  সংশোধন বিলের বিরোধিতায় সরব হয় তৃণমূলও। সংসদের বাইরে এবং ভেতরে দু'জায়গায় প্রতিবাদ করল বাংলার শাসক দল। আর সংসদের বাইরের সেই প্রতিবাদ ছিল অভিনব।
 

 

সংসদ চত্বরে তৃণমূল সাংসদদের বিক্ষোভ কর্মসূচিতে লাঠি নিয়ে তেড়ে গেলেন 'মোদী'

 

দেখা  গেল তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখোশ পরে লাঠি হাতে নিজের দলের সাংসদদের দিকে তেড়ে যাচ্ছেন। আর সংসদরা বাঁচার  চেষ্টা করছেন। বেশ কিছুটা সময়  ধরে এই প্রতিবাদ চলে। পরে  তৃণমূল সাংসদরা বলেন মোদী সরকার যেভাবে রাজনৈতিক বিরোধী এবং সাধারণ মানুষের উপর আক্রমণ নামিয়ে আনছে সেটা তুলে ধরতেই এই প্রতিবাদ। শুধু  সংসদের বাইরে নয় ভেতরেও সরব হয়েছে  তৃণমূল।            

.