This Article is From Nov 13, 2018

ঠিক কী হয়েছে জানতে আরবিআইয়ের গভর্নরের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী

কংগ্রেসের দাবি লোকসভা নির্বাচন সামনে হওয়ায় নানা কারণে আরবিআইয়ের থেকে এক লাখ কোটি টাকা  চেয়েছে কেন্দ্র। সেই টাকা দিতে রাজি না হওয়াতেই  সংঘাত তৈরি হয়েছে।

ঠিক কী হয়েছে  জানতে আরবিআইয়ের গভর্নরের সঙ্গে  দেখা করলেন প্রধানমন্ত্রী

এমতাবস্থায়  প্রথমবার শীর্ষ ব্যাঙ্কের গভর্নর উৰ্জিত প্যাটেলের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

হাইলাইটস

  • রিসার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঙ্গে বেনজির সংঘাতে জড়িয়ে পড়েছে কেন্দ্র
  • এমতাবস্থায় পিটিআই জানিয়েছে শুক্রবার মোদী- উৰ্জিত বৈঠক হয়েছে
  • দিন কয়েক আগে দুপক্ষের মধ্যে থাকা সংঘাতের কথা প্রকাশ্যে আসে
নিউ দিল্লি:

রিসার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঙ্গে বেনজির সংঘাতে জড়িয়ে পড়েছে কেন্দ্রীয় সরকার। এমতাবস্থায়  প্রথমবার শীর্ষ ব্যাঙ্কের গভর্নর উৰ্জিত প্যাটেলের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে  শুক্রবার এই বৈঠক  হয়েছে। স্বাধীনভাবে কাজ করে চলা  সংস্থা আরবিআইয়ের সঙ্গে  কয়েকটি প্রশ্নে সংঘাত হয় কেন্দ্রীয়  সরকারের।

আরবিআই আইনের সাত নম্বর ধারা লাগু করার কথাও ভাবে কেন্দ্র। এই ধারা  অনুসারে শীর্ষ ব্যাঙ্ক কীভাবে পরিচালিত হবে  তা নিয়ে নির্দেশ  দিতে পারে কেন্দ্র। গত সাত দশকে দেশের কোনও সরকার এই ধারা  প্রয়োগ করেনি।  এরকমই নানা ঘটনার পরিপ্রেক্ষিতে ঠিক কী হয়েছে তা জানতে সরাসরি আরবিআইয়ের গভর্নরের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী। সূত্র মারফৎ এমনটাই জানতে পেরেছে  এনডিটিভি।                                           

কংগ্রেসের দাবি লোকসভা নির্বাচন সামনে হওয়ায় নানা কারণে আরবিআইয়ের থেকে এক লাখ কোটি টাকা  চেয়েছে কেন্দ্র। সেই টাকা দিতে রাজি না হওয়াতেই  সংঘাত তৈরি হয়েছে।                      

 কেন্দ্রীয় সরকারের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় গভর্নর পদত্যাগ করতে পারেন বলেও শোনা  গিয়েছিল আগে।  তবে  সে সময়  এ ব্যাপারে  সরকার বা আরবিআই কোনও তরফ থেকেই প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

দিন কয়েক আগে মুম্বইয়ের একটি সভায় আরবিআইয়ের অন্যতম ডেপুটি গভর্নর ভিরাল আচার্যর কথা থেকেই প্রথম দুপক্ষের মধ্যে থাকা  সংঘাতের কথা প্রকাশ্যে আসে। ক্রমশ আরও বাড়তে  থাকে সংঘাত। এরই মাঝে  আরবিআই প্রধানের সঙ্গে দেখা  করলেন প্রধানমন্ত্রী।                            

              

.