জোম্যাটোর পোস্ট দেখে হেসে খুন নেটিজেন (প্রতীকী চিহ্ন)
করোনা লকডাউনের (coronavirus) মধ্যে কিছু কিছু জিনিসের অভাব বড্ড অভাব বোধ করছে আম আদমি। ফুচকা, বাতাসা, ভেলপুরি না খেতে পেয়ে হাঁফিয়ে উঠছেন ছোট থেকে বড় সবাই। এদিকে ডেলিভারি বন্ধ হয়ে যাওয়ায় অনলাইনে যে অর্ডার করে ভালোমন্দ খাবেন, সেই উপায়ও নেই। দুধের স্বাদ ঘোলে মেটানোর মতোই এক উপায় বের করেছে জোমাটো (Zomato)। অনলাইনে ফুচকার ছবি পোস্ট করেছে সংস্থা। সেই ছবি দেখে প্রথমে হেসে সারা নেটিজেন। পরে খেতে না পাওয়ার দুঃখে ঝরঝরিয়ে কী কান্না সবার!
লকডাউনে ফাঁকায় ফাঁকায় অ্যাকোরিয়াম দেখতে বেরলো ভাই-বোন!
বিকেলে ফুচকার ছবি পোস্ট করে মজাদার ক্যাপশন দেয় সংস্থা, 'ফুচকা খেয়ে সবাই নিশ্চয়ই ভালো আছেন। ভালো থাকুন। সুস্থ থাকুন পেটপুরে খাওয়াদাওয়া করুন।'
ছবি পোস্ট করার পরেই হু হু করে লাইক পড়তে থাকে তাতে। ৪০০ লাইক দেন নেটিজেন। সঙ্গে এক টন মন্তব্য।
নেই মানুষ! প্রজনন বাড়াতে তাই সমুদ্র সৈকত দখল লাখো কচ্ছপের?
দেখুন পোস্ট:
মন্তব্য দেখে হেসে খুন সবাই
অনেকেই আবার ধমকেওছেন সংস্থাকে। বলেছেন, এই সময় ফুচকার ছবি কেউ পোস্ট করে! যাঁরা খেতে পারছেন না তাঁদের খাওয়ার ইচ্ছে আরও বাড়ছে যে এতে!
এর আগে জোমাটোর কর্মীদেরই ডেলিভারি দেওয়ার সময় পুলিশি অত্যাচার সহ্য করতে হয়েছে।
Click for more
trending news