This Article is From Oct 26, 2018

রাফাল নিয়ে দুর্নীতি চাপা দিতেই সরানো হল সিবিআই অধিকর্তাকে, বললেন সোমেন মিত্র

রাহুল গান্ধীর সুরেই তিনি বলেন, রাফাল নিয়ে দুর্নীতি ঢাকতেই এই সিদ্ধান্ত নিল সরকার।

রাফাল নিয়ে দুর্নীতি চাপা দিতেই সরানো হল সিবিআই অধিকর্তাকে, বললেন সোমেন মিত্র

রাহুল গান্ধীর সুরেই তিনি বলেন, রাফাল নিয়ে দুর্নীতি ঢাকতেই এই সিদ্ধান্ত নিল সরকার।

কলকাতা:

সিবিআই অধিকর্তা অলোক বর্মাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পদস্থ কর্তাকেও একইরকমভাবে পথ দেখানো দেশের সাধারণ মানুষের মনে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সম্বন্ধে সংশয় তৈরি করেছে। বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। "যখন সারদা, নারদার কাণ্ড নিয়ে চোখের জল ফেলছে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, যখন এমন বেশ কিছু আর্থিক দুর্নীতির অভিযোগে জর্জরিত হয়ে পড়েছে গোটা দেশের মানুষ, তখন এমন পদক্ষেপের ফলে সাধারণ মানুষের কাছে এই বার্তা যাবে যে, এই ধরনের আর্থিক কারচুপিকে চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে  এই সিদ্ধান্তগুলির মাধ্যমে", বলেন সোমেন মিত্র। তিনি আরও বলেন, এই সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষের মনে সিবিআই সম্বন্ধে যে শ্রদ্ধার জায়গাটা আছে, তাও নষ্ট হয়ে যাবে। 

 

সিবিআই-তে এই পালাবদলের ফলে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কোনও সুবিধা হবে কি না, সেই প্রশ্নের উত্তরে সোমেন মিত্র বলেন, "সরাসরি না হলেও ঘুরপথে তো সুবিধা একটা করে দিলই ওদের। দুর্নীতির দায়ে জর্জরিত প্রত্যেকেরই সুবিধা করে দিল এই সিদ্ধান্ত", বলেন তিনি। 

 

রাহুল গান্ধীর সুরেই তিনি বলেন, রাফাল নিয়ে দুর্নীতি ঢাকতেই এই সিদ্ধান্ত নিল সরকার।

.