This Article is From Mar 09, 2019

হিন্দি কবিতা পোস্ট করে পাকিস্তানকে কটাক্ষ করল ভারতীয় বায়ুসেনা

এয়ার স্ট্রাইক প্রসঙ্গে  পাকিস্তানকে কটাক্ষ করল বায়ুসেনা। হিন্দিতে টুইট করে ভারতীয় বায়ুসেনার তরফে বলা হয় পাকিস্তান সমস্ত সীমা অতিক্রম করেছে  বলেই পাক অধিকৃত কাশ্মীরে মিরাজ বিমান পাঠাতে হয়েছিল।

হিন্দি কবিতা পোস্ট করে  পাকিস্তানকে কটাক্ষ করল ভারতীয় বায়ুসেনা

লাইন গুলি যে পাকিস্তানকে উদ্দেশ্যে করে লেখা হয়েছে  তাতে কোনও সন্দেহ নেই।

হাইলাইটস

  • হিন্দি কবিতা পোস্ট করে পাকিস্তানকে কটাক্ষ করল ভারতীয় বায়ুসেনা
  • কবিতায় বলা হল পাকিস্তান সীমা অতিক্রম করায় আঘাত হানে বায়ুসেনা
  • নাম না করে পাকিস্তানকে কটাক্ষ করল বায়ুসেনা
নিউ দিল্লি:

এয়ার স্ট্রাইক প্রসঙ্গে  পাকিস্তানকে কটাক্ষ করল বায়ুসেনা(Air Strike)। হিন্দিতে টুইট করে ভারতীয় বায়ুসেনার তরফে বলা হয় পাকিস্তান সমস্ত সীমা অতিক্রম করেছে  বলেই পাক অধিকৃত কাশ্মীরে (POK) মিরাজ বিমান পাঠাতে হয়েছিল। বিপিন ইলাহাবাদীর এই  কবিতার মাধ্যমে পাকিস্তান এ ধরনের আচরণ করা থেকে বিরত থাকতেও বলা হয়েছে। কবিতায় বলা হয়েছে  মিরাজ নামে এক যোদ্ধাকে দেশের সীমান পেরতে হয়েছে কারণ কেউ সমস্ত সীমা অতিক্রম করেছে। সেখানে  লেখা হয়েছে, আব নিন্দ কেয়েসি আয়েগি উনকো, থোরা সা ঝাকঝর  আয়ে হ্যায় উনকো। কথাটির মানে আমরা ওদের ধাক্কা  দিয়েছি বলে ওদের  ঘুম  উড়ে যাওয়ার জোগাড় হয়েছে। এই লাইন গুলি যে পাকিস্তানকে  উদ্দেশ করে লেখা হয়েছে  তাতে কোনও সন্দেহ নেই।   

বড়সড় রদবদলের পথে ভারতীয় সেনা, সবুজ সংকেত দিলেন প্রতিরক্ষা মন্ত্রী

     

কাশ্মীরে পুলওয়ামায় জঙ্গি হানার প্রতিশোধ নিতে  কয়েকদিন আগে পাক অধিকৃত কাশ্মীরে এয়ার স্ট্রাইক করে ভারত। সেটার  পাল্টা  দেয় পাকিস্তান। আক্রমণ প্রতিহত করতে গিয়ে  ভেঙে যায় ভারতীয় বায়ুসেনার মিগ ২১ বাইসন বিমান। সেই প্রক্রিয়ায় পাক সেনার কাছে ধরা পড়ে যান বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান । তাঁকে বন্দি করে পাকিস্তান। তবে আন্তর্জাতিক চাপের কাছে নতি স্বীকার করে তাঁকে দু'দিনের মধ্যেই ছেড়ে দেয় ইসলামাবাদ। মানে  শুধু স্ট্রাইক  করে নয় নানা ভাবে পাকিস্তানকে চাপে রাখার প্রক্রিয়া শুরু করেছে  ভারত।

.