সুদের হার অতি অল্প মাত্র ২ শতাংশ
কলকাতা: আগামী বছরের লোকসভা নির্বাচনের ঠিক আগে আগেই রাজ্যের কৃষকদের জন্য সুখবর। রাজ্যের মন্ত্রী অরূপ রায় আজ জানালেন কৃষক ঋণের খাতে প্রায় ৭,০০০ কোটি টাকা ধার্য করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। যেখানে সুদের হার অতি অল্প। মাত্র ২ শতাংশ। এর আগে এই সুদের হার ছিল ৪ শতাংশ। কো-অপারেটিভ ব্যাঙ্ক এবং কো-অপারেটিভ সোসাইটিগুলির পক্ষ থেকে আগামী বছরের মার্চ মাসের আগেই এই ঋণ দেওয়া হবে বলে জানায় রাজ্য সরকারের কৃষিমন্ত্রক। সংবাদসংস্থা পিটিআইয়ের মুখোমুখি হয়ে এই কথার সত্যতা স্বীকার করে নেন অরূপ রায়ও। বাণিজ্যিক ব্যাঙ্কগুলো থেকে ঋণ নিতে গিয়ে খুব সমস্যায় পড়েছিল কৃষকরা। এমন একটি খবর সামনে আসার পরেই রাজ্য সরকার এই সিদ্ধান্ত নেয় বলে জানা গিয়েছে।
"আমরা লক্ষ করে দেখেছি, কয়েক লক্ষ কৃষক, বিশেষ করে যাঁরা প্রত্যন্ত গ্রামে বাস করেন, তাঁরা এই ঋণের ব্যাপারে বাণিজ্যিক ব্যাঙ্কগুলি থেকে বিন্দুমাত্র সুবিধা পাচ্ছেন না। এই কারণেই কৃষকদের পাশে দাঁড়ানোর অভিপ্রায়ে মা মাটি মানুষের সরকার ৭,০০০ কোটি টাকা কৃষক-ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অতি স্বল্প সুদে। আগামী বছরের মার্চ মাসের আগেই এই ঋণ দেওয়া শুরু হয়ে যাবে", বলেন অরূপবাবু। এর ফলে গ্রামবাংলার অর্থনীতিও লাভবান হবে বলে আশাবাদী তিনি।