This Article is From Feb 20, 2020

২০ ফেব্রুয়ারি দিনটি ভারতীয় রেলের ইতিহাসে দারুণ গুরুত্বপূর্ণ, কেন?

Taday in History: ১৯৮৬ সালের ২০ ফেব্রুয়ারি ভারতীয় রেলে কম্পিউটার টিকিট সংরক্ষণ ব্যবস্থা চালু হয়, খুলে যায় নয়া দিগন্ত

২০ ফেব্রুয়ারি দিনটি ভারতীয় রেলের ইতিহাসে দারুণ গুরুত্বপূর্ণ, কেন?

Railway Reservation: ১৯৮৬ সালের ২০ ফেব্রুয়ারি ভারতীয় রেলে কম্পিউটার টিকিট সংরক্ষণ ব্যবস্থা চালু হয়

হাইলাইটস

  • ২০ ফেব্রুয়ারি দিনটি থেকেই কমপিউটরে টিকিট সংরক্ষণ ব্যবস্থা চালু হয়
  • ১৭০৭ সালে আজকের দিনেই মারা যান সম্রাট আওরঙ্গজেব
  • ১৮৪৬ সালের এই দিনে ব্রিটিশরা লাহোর দখল করে
নয়া দিল্লি:

ভারতীয় রেল, প্রতিদিন অসংখ্য মানুষকে নিজেদের গন্তব্যে পৌঁছে দিচ্ছে তারা। ভারতে রেল ব্যবস্থা চালু হয় ১৮৫৩ সালে। বর্তমানে ভারতীয় রেল বিশ্বের বৃহত্তম ও ব্যস্ততম রেল পরিবহণ ব্যবস্থাগুলির মধ্যে অন্যতম। ৬,৯০৯টি স্টেশন বিশিষ্ট ভারতের রেলপথের মোট দৈর্ঘ্য ৬৩,৩২৭ কিলোমিটারেরও বেশি। প্রতিদিন ১ কোটি ৮০ লক্ষেরও বেশি যাত্রী এবং ২০ লক্ষ টনেরও বেশি পণ্য ভারতীয় রেলপথে চলাচল করে। আজ অর্থাৎ ২০ ফেব্রুয়ারি দিনটি ভারতীয় রেলের (Indian Railways) ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। কেননা ১৯৮৬ সালের আজকের দিনেই (২০ ফেব্রুয়ারি) ভারতীয় রেলে কম্পিউটার টিকিট সংরক্ষণ (Railway Ticket) ব্যবস্থা চালু হয়, খুলে যায় নয়া দিগন্ত। সেই ব্যবস্থা আজও বর্তমান (Indian Rail)।

১২ ঘণ্টা দেরিতে ট্রেন, দ্রুত বৃদ্ধা মায়ের সঙ্গে ছেলের যোগাযোগ করিয়ে দিল ভারতীয় রেল!

যদিও ২০ ফেব্রুয়ারি তারিখটি ভারতের ইতিহাসে অন্য কারণেও গুরুত্বপূর্ণ। প্রকৃতপক্ষে এটি ছিল ১৯৪৭ সালের ২০ ফেব্রুয়ারি, ব্রিটেনের তৎকালীন প্রধানমন্ত্রী ক্লেমেন্ট অ্যাটলি, ১৯৪৮ সালের ৩০ জুন পর্যন্ত ভারতকে ব্রিটিশদের দাসত্ব থেকে মুক্ত করার ঘোষণা করেছিলেন। যাইহোক, পরে অবশ্য ১৯৪৭ সালের ১৫ অগাস্ট সম্পূর্ণ স্বাধীনতা পায় ভারত।

১লা সেপ্টেম্বর থেকে ই-টিকিটের উপর পরিষেবা কর আদায় করবে রেল

দেশের ইতিহাসে 20 ফেব্রুয়ারি তারিখটি কোন কোন কারণে গুরুত্বপূর্ণ দেখে নিন: -

১৭০৭: আহমেদনগরে মারা যান সম্রাট আওরঙ্গজেব।

1835: কলকাতা মেডিকেল কলেজ আনুষ্ঠানিকভাবে চালু হয়েছিল।

১৮৪৬: ব্রিটিশরা লাহোর দখল করে নেয়।

১৮৪৭: রয়েল কলকাতা টার্ফ ক্লাব প্রতিষ্ঠা হয়।

১৮৪৮: বাংলায় প্রথম সাপ্তাহিক পত্রিকা অমৃত বাজার পত্রিকা প্রকাশ হয়।

১৯৩৫: বিশ্বের প্রথম মহিলা হিসাবে ক্যারোলিন মিকেলসন অ্যান্টার্কটিকায় পা রেখেছিলেন।

১৯৪৭: ব্রিটেনের তৎকালীন প্রধানমন্ত্রী ক্লেমেন্ট অ্যাটলি, ১৯৪৮ সালের ৩০ জুন পর্যন্ত ভারতকে ব্রিটিশদের দাসত্ব থেকে মুক্ত করার ঘোষণা করেছিলেন।

১৯৫০: নেতাজি সুভাষ চন্দ্র বসুর বড় ভাই শরৎচন্দ্র বসু মারা যান।

১৯৭৬: বোম্বে হাই থেকে অপরিশোধিত তেলের বাণিজ্যিক উৎপাদন শুরু হয়।

১৯৮৭: মিজোরাম এবং অরুণাচল প্রদেশকে যথাক্রমে ভারতের ২৩ তম এবং ২৪ তম রাজ্য হিসাবে ঘোষণা করা হয়।

২০০৯: রাষ্ট্রসংঘ ২০ ফেব্রুয়ারি দিনটি বিশ্ব সামাজিক ন্যায়বিচার দিবস হিসাবে পালন শুরু করে।

২০১৯: প্রখ্যাত সাহিত্যিক নামওয়ার সিং প্রয়াত হন।

.