This Article is From Sep 13, 2018

দ্বিতীয় হুগলি সেতুতে দুচাকার যানবাহনে আর টোল ট্যাক্স দিতে হবে না

বিদ্যাসগর সেতুতে  টোল ট্যাক্সে ছাড়। দু’চাকার গাড়ির ক্ষেত্রে আর টোল ট্যাক্স দিতে হবে না।

Advertisement
Kolkata

এই সিদ্ধান্তের ফলে  বছরে পাঁচ থেকে ছ’ কোটি টাকা ক্ষতি হবে রাজ্য সরকাররে ।

কলকাতা:

বিদ্যাসগর সেতুতে  টোল ট্যাক্সে ছাড়। দু’চাকার গাড়ির ক্ষেত্রে আর টোল ট্যাক্স দিতে হবে না। পরের মাসের 1 তারিখ থেকেই চালু হচ্ছে  এই নিয়ম। 

নবান্নে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা  বন্দ্যোপাধ্যায় একথা জানিয়েছেন। তাঁর মনে হয় এর ফলে সেতুতে যানজটের সমস্যা কমবে। দুচাকার গাড়িকে যেহেতু টোল ট্যাক্স দেওয়ার জন্য দাঁড়াতে হবে না তাই যানবাহনের গতি বাড়বে।

এই সিদ্ধান্তের ফলে  বছরে পাঁচ থেকে ছ’ কোটি টাকা ক্ষতি হবে রাজ্য সরকাররে ।একটি হিসেব  বলছে  এই সেতুর উপর দিয়ে যাতায়ত করা  3.11 কোটি গাড়ি মধ্যে 90 লাখ দু’চাকার বাহন। এখন থেকে সেই গাড়ি গুলিকে আর কোনও ট্যাক্স দিতে হবে না। ফলে অ্যায় কমবে রাজ্য সরকারের ।              

Advertisement