সরকারি হাসপাতালে চিকিৎসকদের সুরক্ষা সংক্রান্ত আবেদনের শুনানি হবে আগামীকাল।
হাইলাইটস
- চিকিৎসকদের সুরক্ষা সংক্রান্ত আবেদনের শুনানি আগামীকাল।
- আইনজীবী অলোক শ্রীবাস্তব শুনানির জন্য আবেদন করেন।
- দেশ জুড়ে বিপর্যস্ত চিকিৎসা পরিষেবা।
নয়াদিল্লি: সুপ্রিম কোর্ট (Supreme Court) সোমবার জানিয়ে দিল, সারা দেশের সরকারি হাসপাতালে চিকিৎসকদের (Doctors) সুরক্ষা সংক্রান্ত আবেদনের শুনানি হবে আগামীকাল, ১৮ জুন। বিচারপতি দীপক গুপ্ত ও সূর্য কান্তর বেঞ্চ সম্মত হয়েছে মঙ্গলবার বিষয়টি তালিকাভুক্ত করতে। তার আগে আইনজীবী অলোক শ্রীবাস্তব শুনানির জন্য আবেদন করেন। গত সোমবার রাতে এক রোগীর মৃত্যুর পর তাঁর আত্মীয়দের হাতে দুই জুনিয়র চিকিৎসক হওয়ার প্রতিবাদে শুক্রবার এ বিষয়ে আবেদন করা হয়।
সরাসরি সম্প্রচারের দাবি মানলেন মুখ্যমন্ত্রী! ডাক্তারদের সঙ্গে বসবেন মমতা: ১০ টি পয়েন্ট
ওই পিটিশনে দেশব্যাপী সমস্ত রাজ্যের সরকারি হাসপাতালের চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রক এবং পশ্চিমবঙ্গের সরকার-নিযুক্ত নিরাপত্তা বিষয়ক বিভাগের কাছেও আবেদন করা হয়।
ওই আবেদনে বলা হয়, প্রতিবাদ-আন্দোলনের ফলে দেশব্যাপী স্বাস্থ্য পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়েছে ও বহু মানুষ চিকিৎসকদের অনুপস্থিতির ফলে মারা যাচ্ছেন।