অন্তর্বর্তীকালীন প্রধান নাগেশ্বর রাও কোনও নীতিগত সিদ্ধান্ত নিতে পারবেন না।
হাইলাইটস
- অলোক বর্মার বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া শেষ করতে হবে দু’সপ্তাহের মধ্যে
- অন্তর্বর্তীকালীন প্রধান কোনও নীতিগত সিদ্ধান্ত নিতে পারবেন না
- 12 নভেম্বর দীপাবলির পর মামলার পরের শুনানি হবে
নিউ দিল্লি: সিবিআই অধিকর্তা অলোক বর্মার বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া শেষ করতে হবে দু'সপ্তাহের মধ্যে। আর এই সময়ের মধ্যে সিবিআইয়ের অন্তর্বর্তীকালীন প্রধান নাগেশ্বর রাও কোনও নীতিগত সিদ্ধান্ত নিতে পারবেন না। এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
আদালত জানাল প্রশাসনিক প্রধানের মতো কাজ করবেন এখন নাগেশ্বর রাও। একই সঙ্গে দেশের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ জানিয়েদেন মঙ্গলবার মাঝ রাতে দায়িত্ব পাওয়ার পর থেকে এ পর্যন্ত যা যা সিদ্ধান্ত নাগেশ্বর রাও নিয়েছেন সেগুলি আদালতকে জানাতে হবে।
পাশাপাশি সিভিসি যে সিবিআই অধিকর্তার বিরুদ্ধে তদন্ত করছে সেটাও হবে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে। এ ব্যাপারে এক অবসরপ্রাপ্ত বিচারপতি একে পট্টনায়ককে নিয়োগ করেছে সুপ্রিম কোর্ট। মামলার পরের শুনানি দীপাবলির পর। সুপ্রিম কোর্ট 12 নভেম্বর মামলা শুনবে। তবে এদিন রাকেশ আস্থানার ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেয়নি আদালত।
ছুটিতে থাকা সিবিআই অধিকর্তা অলোক বর্মা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছেন অলোক। তাঁর দাবি সমস্ত ক্ষমতা কেড়ে নিয়ে তাঁকে জোর করে ছুটিতে পাঠানো হয়েছে। নিজের দাখিল করা আবেদন পত্রে অলোক বলেছেন, উচ্চ পদে আসীন কয়েকজনের বিরুদ্ধে থাকা মামলার স্বার্থে সিবিআইয়ের গরিমার সঙ্গে আপস করা হচ্ছে। দেশের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ সহ তিন বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। সিবিআইয়ের নম্বর টু রাকেশ আস্থানার বিরুদ্ধে ঘুষ নেওয়া অভিযোগ দায়ের করার পরই অলোক বর্মার হাত থেকে ক্ষমতা কেড়ে নেওয়া হয়। পাল্টা রাকেশ আস্থানাও অলোকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছেন। গত মঙ্গলবার নিজের বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগ খারিজের দাবিতে আদালতের দ্বারস্থ হন রাকেশ আস্থানা। এরপরই তাঁকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেয় সরকার। কিছুক্ষণ বাদে অধিকর্তা অলোক বর্মাকেও সরানো হয়। রাত দুটোর সময় সই করে মামলার ভার নেন অন্তর্বর্তীকালীন অধিকর্তা নাগেশ্বর রাও। সে রাতেই অলোক বর্মার সঙ্গে কাজ করা বেশ কিছু অফিসারকে বদলি করে দেন তিনি। সুপ্রিম কোর্টে 89 বছর বয়সী ফালি নারিমন লড়েন অলোক বর্মার হয়ে। তাঁর বিরোধিতা করবেন এজি কে কে বেনুগোপাল, সলিসিটার জেনারেল তুষার মেহতা। রাকেশ আস্থানার পক্ষে সওয়াল করেন মুকুল রোহতগি। এরই মধ্যে সিবিআই বৃহস্পতিবার জানিয়ে দিয়েছে অলোক এবং রাকেশ দুজনেই নিজের পদে আছেন। সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন দুজনের বিরুদ্ধে থাকা অভিযোগ খতিয়ে দেখা পর্যন্ত কাজ চালাবেন নাগেশ্বর রাও। অন্যদিকে সিবিআই অধিকর্তা অলোক বর্মার বাড়ির সামনে থেকে বৃহস্পতিবার গ্রেফতার হন চার আইবি আধিকারিক।