This Article is From Dec 26, 2019

দি‌ল্লিতে নির্বাচন কবে, ঠিক হবে নির্বাচন কমিশনের বৈঠকের পর

২০১৫ সালে ৭০ আসনের মধ্যে ৬৭ আসনে জয়লাভ করেছিল আম আদমি পার্টি। এবার সেই আসনসংখ্যাকে ছাপিয়ে যাওয়াই লক্ষ্য তাদের।

দি‌ল্লিতে নির্বাচন কবে, ঠিক হবে নির্বাচন কমিশনের বৈঠকের পর

২২ ফেব্রুয়ারির আগে দিল্লি বিধানসভার নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

নয়াদিল্লি:

মুখ্য নির্বাচন কমিশনার (Chief Election Commissioner) ও অন্যান্য শীর্ষ আধিকারিকদের বৈঠকের পর দিল্লি বিধানসভার (Delhi Assembly Elction) তারিখ স্থির করা হবে। ২২ ফেব্রুয়ারির আগে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ৭০ সদস্যের বিধানসভার নির্বাচনের প্রচার এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে। আম আদমি পার্টি, বিজেপি ও কংগ্রেসের নেতারা মানুষের সঙ্গে যোগাযোগ করা ও এলাকা ভিত্তিক অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচনি প্রচার করা শুরু করেছেন। ২০১৫ সালের দিল্লি নির্বাচনে দুর্দান্ত ফলাফল সত্ত্বেও ২০১৪ ও ২০১৯ লোকসভা নির্বাচনে তেমন ভাল ফল হয়নি অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির। এবারের বিধানসভা নির্বাচন তাঁর এবং তাঁর দলের বড় পরীক্ষা।

এদিকে বিজেপির লক্ষ্য নরেন্দ্র মোদির নির্বাচন জয়ের ফর্মুলা কাজে লাগিয়ে দিল্লিতে জয়লাভ করা।

২০১৫ সালে ৭০ আসনের মধ্যে ৬৭ আসনে জয়লাভ করেছিল আম আদমি পার্টি। এবার সেই আসনসংখ্যাকে ছাপিয়ে যাওয়াই লক্ষ্য।

অরবিন্দ কেজরিওয়াল অষ্টম জাতীয় কাউন্সিল বৈঠকে দলীয় সদস্যদের বলেন, ‘‘দিল্লির নির্বাচনের আর এক মাস বাকি। দিল্লি যেহেতু দলের ভিত্তি। এখানেই দলের অভিযান শুরু হয়েছিল। আমাদের ভাল করে লড়তে হবে।''

তিনি আরও বলেন, ‘‘আমাদের টার্গেট আরও বড়। গতবার আমরা ৬৭টা আসন পেয়েছিলাম। এবার তার থেকে কম তো নয়ই, বেশি আসন পেতে হবে।'' তিনি দলীয় সদস্যদের কাছে স্লোগান জানান ‘‘৭০-এ ৭০''।

এই নির্বাচনে প্রশান্ত কিশোরের উপদেষ্টা ফার্ম আই-প্যাকের সঙ্গে জুটি বেঁধে নির্বাচনে লড়বে আম আদমি পার্টি। 

.