পুজোয় মোট 1450' টি ভ্রাম্যমাণ ভ্যান পরিস্থিতির পরিদর্শনের জন্য রাস্তায় নেমেছে।
কলকাতা: উৎসবের সময় বিদ্যুৎ চুরির সেই ট্র্যাডিশন সমানে চলিতেছে! বহু সতর্কবাণী বা আবেদনেও চিঁড়ে ভেজেনি কোনওদিন। এবারেও তার অন্যথা হল না। মোট 6,764'টি পুজো কমিটিকে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করার জন্য জরিমানা করল রাজ্য বিদ্যুৎ পর্ষদ। গোটা কলকাতা এবং হাওড়ার কয়েকটি জায়গা বাদ দিয়ে গোটা রাজ্যেই বিদ্যুৎ সরবরাহ করে রাজ্য বিদ্যুৎ পর্ষদ। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, রুটিন পরীক্ষা করতে গিয়ে দেখা যায় সংশ্লিষ্ট মণ্ডপগুলি অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করছে। সব মিলিয়ে তাদের মোট 55 লক্ষ 80 হাজার টাকা জরিমানা করা হয়েছে বলেও জানানো হয়।
রাজ্য বিদ্যুৎ পর্ষদের পক্ষ থেকে এই বারের পুজোয় মোট 1450' টি ভ্রাম্যমাণ ভ্যান পরিস্থিতির পরিদর্শনের জন্য রাস্তায় নেমেছে। জানা গিয়েছে, মোট 5100 মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন মহা সপ্তমীতে।
(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)