হাসপাতাল সূত্রে খবর চিকিৎসায় সাড়া দিয়েছে সদ্যজাত।
হাইলাইটস
- রাস্তার ধারে থাকা ঝোপ থেকে শিশুর কান্না শোনেন দুই পুলিশ কর্মী
- ঝোপের আড়াল থেকে উদ্ধার হয় একটি সদ্যজাত কন্যা সন্তান
- সদ্যজাত কন্যাকে উদ্ধার করে সাফদারজং হাসপাতালে নিয়ে যাওয়া হয়
নিউ দিল্লি: রাস্তায় তখন গাড়ির স্রোত। ট্রাফিক সামলাতে ব্যস্ত পুলিশকর্মীরা। বিকেল নামছে রাজধানীর রাস্তায়। এরই মধ্যে রাস্তার ধারে থাকা ঝোপ থেকে শোনা গেল শিশুর কান্না। গাড়ির আওয়াজ ভেদ করেও পুলিশ কর্মীদের কানে গিয়ে পৌঁছায় সেই আওয়াজ। আওয়াজ কোথা থেকে আসছে জানতে খোঁজ শুরু করেন পুলিশ কর্মীরা।
কিছুটা বাদেই ঝোপের আড়াল থেকে উদ্ধার হয় একটি সদ্যজাত কন্যা সন্তান। তার সামনে ছিল বেশ কয়েকটি কুকুর। বিন্দুমাত্র সময় অপচয় না করে দিল্লি পুলিশের কন্ট্রোল রুমে খবর দেন শিশুর সন্ধান পাওয়া ট্রাফিক পুলিশের দুই কর্মী। সেখান থেকে বাহিনী এসে সদ্যজাত কন্যাকে উদ্ধার করে সাফদারজং হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল সূত্রে খবর চিকিৎসায় সাড়া দিয়েছে সদ্যজাত।
অনিল সিং এবং প্রবীণ নামে দুই কর্মী সে সময় আর কে খান্না স্টেডিয়ামের সামনের রাস্তার ট্রাফিক সামলাচ্ছিলেন। সে সময় ব্যাপারটি তাঁদের নজরে আসে। ঘটনার তদন্ত শুরু করেছে সাফদারজং থানা । রুজু হয়েছে মামলা।
(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)