প্যারাগ্লাইডারে কোনও গোলমাল ছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। ( প্রতীকী ছবি)
হাইলাইটস
- ক্যালিম্পংয়ে প্যারাগ্লাইডিং করতে গিয়ে মৃত্যু গাইডের, গুরুতর জখম পর্যটক
- আবহাওয়া ভাল থাকায় রবিবার দুপুরে প্যারাগ্লাইডিং শুরু হয়
- পাহাড়ি এলাকায় দীর্ঘ দিন ধরেই হয়ে আসছে প্যারাগ্লাইডিং
অ্যাডভেঞ্চার স্পোর্টসের নেশায় ঝরল আরেকটি প্রাণ। ক্যালিম্পংয়ে প্যারাগ্লাইডিং করতে গিয়ে মৃত্যু হল গাইডের, গুরুতর জখম পর্যটকও। আবহাওয়া ভাল থাকায় রবিবার দুপুরে প্যারাগ্লাইডিং শুরু হয়। উড়তে শুরু করার সময় কোনও সমস্যা হয়নি গাইড পুরোষত্তম বা পর্যটক গৌরব চৌধুরির। কিন্তু নামতে গিয়েই দেখা দেয় সমস্যা। পুলিশ জানিয়েছে একটি গাছে আটকে যায় প্যারাগ্লাইডার। আর তখনই ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি। গাইড পুরষোত্তম ছিলেন নেপালের বাসিন্দা। ঘটনার কিছুক্ষণ বাদেই তাঁর দেহ উদ্ধার করে প্রশাসন। অন্যদিকে পাটনার বাসিন্দা গৌরবের চিকিৎসা শুরু হয়েছে। তাঁর আঘাত গুরুতর।
বাইপাসে দুর্ঘটনায় মৃত্যু এক ব্যক্তি, গ্রেফতার ‘মত্ত' ফ্যাশন ডিজাইনার
প্যারাগ্লাইডিংকে কেন্দ্র করে দুর্ঘটনা আগেও হয়েছে। এ বছর সিকিমেও একই ঘটনা ঘটেছিল। কয়েক বছর আগে মন্দারমনিতে সমুদ্রের পারে প্যারাগ্লাইডিং করতে গিয়ে প্রাণ হারান মুর্শিদাবাদের এক বাসিন্দা। সেবার নিরাপত্তায় গাফিলতির অভিযোগ ওঠে। বন্ধ হয়ে যায় প্যারাগ্লাডিং। কিন্তু কালিম্পং বা দার্জিলিঙে এ ধরনের খেলা হয়ে আসছে বহুদিন ধরে। গাইডরাও প্রশিক্ষণ প্রাপ্ত। এদিন প্রাণ হারানো পুরষোত্তমও প্রশিক্ষণ নিয়েছিলেন। তারপরও কী করে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। প্যারাগ্লাইডারে কোনও ত্রুটি ছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।
একনজরে বিশেষ বিশেষ কিছু খবর: