This Article is From Jul 26, 2019

প্রস্তুতি সারা, জাতি-ধর্মভেদ মুছতে শুধুই ছড়িয়ে পড়ার অপেক্ষায় ‘গোত্র’

ভবিষ্যতে যাতে নাম-গোত্র না দেখেই যাতে কাছের মানুষের নামে পুজো দিতে চান বা পারেন সবাই তারই যজ্ঞ শুরু করেছেন পরিচালক নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়।

প্রস্তুতি সারা, জাতি-ধর্মভেদ মুছতে শুধুই ছড়িয়ে পড়ার অপেক্ষায় ‘গোত্র’

টিম 'গোত্র'

কলকাতা:

ভবিষ্যতে নাম-গোত্র না দেখেই যাতে কাছের মানুষের নামে পুজো দিতে চান বা পারেন সবাই, তারই যজ্ঞ শুরু করেছেন পরিচালক নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Nandita Roy-Shiboprosad Mukherjee)। তাঁদের আগামী ছবি গোত্র-তে (Gotro)। সেই মঙ্গল যজ্ঞের আহুতি চলছে অনেকদিন ধরেই। নানা ভাবে। কখনও টিজার রিলিজ করে। কখনও ছবির গান সোশ্যালে মুক্তি পেয়ে। আজ, শুক্রবার মুক্তি পেল ছবির ট্রেলার (Trailer)। নন্দন ২-তে। টিম গোত্র-র উপস্থিতিতে। প্রতিবেদনে উপালি মুখোপাধ্যায়

‘মৃদু ধমকে মহানায়ক বলেছিলেন, যা সহ্য হয় না তা খাওয়া কেন!' লিলি চক্রবর্তী

জন্মাষ্টমী আর কতদিন বাকি? ক্যালেন্ডার বলছে, সাকুল্যে ২৮ দিন। গোবিন্দ ধাম-এ তাই সাজো সাজো রব। এবার ধুমধাম করে পুজো হবে সেখানে রাধা-গোবিন্দের। একুশ শতকে দাঁড়িয়ে আধুনিক মা যশোদা বাড়িতে পুজো দেবেন রাধা-গোবিন্দের। ভোগ দেবে তাঁর অন্য গোত্রের ছেলে তারেক আলি। যে লম্বা চুল, লম্বা নখ, বিশাল চেহারা নিয়ে, সুনীল গঙ্গোপাধ্যায়কে না জেনেই ঢুকে পড়েছিল গোবিন্দ ধামের মালকিন, একাকিনী মুক্তি দেবীর বাড়িতে। সে একাধারে পাম্প সারাতে পারে, ইলেট্রিকের কাজ জানে, বাথরুম পরিষ্কার করে, আর..... পেটের ছেলের থেকেও বেশি দেখভাল করে তার পালিতা মা মুক্তি দেবীর। তারেকের ভরসাতেই তো বাড়ির ছেলে নিশ্চিন্তে বিদেশে!  তা বলে, ছেলের অভাবে হিন্দুর অনুষ্ঠানে ভোগ দেবে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারেক! বিশ্বায়নের যুগেও এমন দৃশ্যে অনেকেরই চোখে বেঁধে। কিন্তু এমনটা তো হওয়ার কথা নয়। ছবিতে মুক্তি দেবীই তো জানতে চেয়েছেন, নিজের হতে গেলে কি গোত্র লাগে? এই প্রশ্ন যাতে ঘরে ঘরে ওঠে, আর সেই প্রশ্নের উত্তর যাতে ইতিবাচক হয়, তার জন্যেই উইন্ডোজ প্রোডাকশনের আগামী ছবি গোত্র। যেখানে বড়পর্দায় সবাই দেখবেন, ধর্ম-জাতিভেদ মুছে গেলে পর কত সহজে আপন হয়ে যায়! মুক্তি দেবী, তারেক আলি, ঝুমার চরিত্রে দেখা যাবে অনুসূয়া মজুমদার, নাইজেল আকারা, মানালি-মনীষা দে-কে। এছাড়াও থাকছেন, সন্তু মুখোপাধ্যায়, বাদশা মৈত্র, খরাজ মুখোপাধ্যায়, সাহেব চট্টোপাধ্যায় সহ একঝাঁক জনপ্রিয় শিল্পী।  

jn70i84

‘স্কুলের টিচাররা পরীক্ষার আগে প্রশ্ন জানিয়ে দিতেন': গৌরব চট্টোপাধ্যায়

লেখার শুরুতে জন্মাষ্ঠমীর কথা উঠেছিল। হিন্দুদের জন্মাষ্ঠমী উৎসব জুড়ে শ্রীকৃষ্ণ আর তাঁর পালিতা মা যশোদা। গোত্র-তেও দেখা যাবে তারেক আলির পালিতা মা মুক্তি দেবীকে। যিনি শাসনে-সোহাগে-শিক্ষায়-সংস্কৃতিতে-নিয়মানুবর্তিতায় নতুন জন্ম দিয়েছেন ৯ বছরের জেল খাটা আসামী তারেক আলির। তারেকের নতুন মা তো তাহলে মুক্তি দেবীই! তাই এই ছবির মুক্তির দিন জন্মাষ্ঠমী, আগামী ২৩ অগাস্ট  হওয়াই বাঞ্ছনীয়। ছবির গল্প  আরও বলছে, তারেককে ভালোবাসায় ভরিয়ে দিতে তার জীবনে আসবে 'ঝুমা'রূপী রাধা। অর্থাৎ, বড় পর্দায় এবারের জন্মাষ্ঠমীর পুজোর আয়োজন সম্পূর্ণ করার দায়িত্ব নিজে থেকে কাঁধে তুলে নিয়েছেন নন্দিতা-শিবপ্রসাদ দু-জনেই।

ছবি মুক্তির সেই উত্তেজনা টিম গোত্রকে ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে দর্শকদের মধ্যেও। রঙ্গবতী সোশ্যাল মিডিয়া চ্যালেঞ্জের মাধ্যমে। ইউ টিউবে প্রকাশিত নীল দিগন্তে, মাসিমা হিটলার গান দিয়ে। মূলত, ওড়িয়া গান রঙ্গবতী-র রি-অ্যারেঞ্জ করেছেন ভূমি-খ্যাত সুরজিৎ চট্টোপাধ্যায়। বাকি গান হেঁশের সামলেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। গানগুলো শোনা যাচ্ছে সুরজিৎ চট্টোপাধ্যায়, ইমন চক্রবর্তী, বাবুল-সুপ্রিয়, শ্রেয়া ঘোষালের কণ্ঠে। 

সর্বধর্মসমন্বয়ের দেশ ভারত বেশ কয়েক বছর ধরে অসহিষ্ণু। ট্রেলার বলছে, সেই বৈষম্য মুছতে চলেছে  উইন্জোড প্রোডাকশনের গোত্র। পরিচালকজুটি কী বলছেন, তাঁদের কথায় শক্তি চট্টোপাধ্যায়ের সেই বিখ্যাত পংক্তির ছোঁয়া, মানুষ বড় কাঁদছে, এবার সবাই মানুষের পাশে দাঁড়াও....।     

.