This Article is From Dec 27, 2018

শতাব্দী টেক্কা দিয়ে শেষমেশ ভারতের দ্রুততম ট্রেনের তকমা পেল ট্রেন ১৮

শেষমেশ ভারতের দ্রুততম ট্রেনের তকমা পেল ট্রেন  ১৮। ঘণ্টায় ১৮০ কিমি গতিবেগে দৌড়ে  সরকারি ভাবে  দেশের সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন ট্রেন হল ট্রেন ১৮।

শতাব্দী টেক্কা দিয়ে   শেষমেশ ভারতের দ্রুততম ট্রেনের তকমা পেল ট্রেন  ১৮

বসার আসন থেকে শুরু করে সর্বত্র আছে  আধুনিকতাঁর ছোঁয়া।

হাইলাইটস

  • শেষমেশ ভারতের দ্রুততম ট্রেনের তকমা পেল ট্রেন ১৮
  • রেল মন্ত্রী পীযূষ গোয়েল বুধবার টুইট করে এই খবর জানান
  • ট্রেন ১৮ তৈরি করতে খরচ হয়েছে ১০০ কোটি টাকা
নিউ দিল্লি:

শেষমেশ ভারতের দ্রুততম ট্রেনের তকমা পেল ট্রেন  ১৮। ঘণ্টায় ১৮০ কিমি গতিবেগে দৌড়ে  সরকারি ভাবে  দেশের সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন ট্রেন হল ট্রেন ১৮। রেলমন্ত্রী পীযূষ গোয়েল বুধবার টুইট করে এই খবর জানান।  ট্রেন ১৮  তৈরি করতে  খরচ হয়েছে  ১০০ কোটি টাকা। এই ট্রেনটিকে শতাব্দী এক্সপ্রেসের উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছিল।  

শুধু গতি নয় ট্রেনের পরতে পরতে  আছে চমক। আধুনিক বিশ্বের যে কোনও দেশে ট্রেনে যাত্রীরা যে ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকেন সেটা এখানেও পাবেন। বসার আসন থেকে শুরু করে সর্বত্র আছে  আধুনিকতাঁর ছোঁয়া। তাছাড়া দর্শকদের তথ্যও রাখা থাকবে। এর পাশাপাশি বায়ো টয়লেটও থাকবে ট্রেন ১৮ –এ।        

ট্রাক উলটে পড়ার মুহূর্তেই ক্ষণিকের জন্য চাপা পড়া থেকে বাঁচলেন দুই ব্যক্তি

 

ভারতের প্রথম ইঞ্জিনবিহীন ট্রেন অনুকূল পরিস্থিতিতে  ঘণ্টায় ২০০ কিমিরও বেশি জোরে ছুটতে পারে বলে জানা গিয়েছে। ট্রেনে দুটি এগজিকিউটিভ কোচ থাকছে। তাতে ৫২টি করে আসন থাকবে। অন্য কোচের আসন সংখ্যা ৭৮।

 

.