Read in English
This Article is From Jun 02, 2019

রাজনীতিবিদদের গলা নকল করার অভিযোগে জেল হেফাজতে ট্রেনের হকার

ট্রেনে খেলনা বিক্রি করার সময় রাজনীতিবিদদের গলা নকল করতেন একজন হকার। শেষ পর্যন্ত তাঁকে সুরাত স্টেশন থেকে গ্রেফতার করল আরপিএফ (রেলওয়ে প্রোটেকশন ফোর্স)।

Advertisement
সিটিস

খেলনা বিক্রেতা অভদেশ দুবেকে সুরাত স্টেশন থেকে গ্রেফতার করেছে আরপিএফ।

Highlights

  • রাজনীতিবিদদের গলা নকল করায় আটক করা হল এক হকারকে।
  • সুরাত স্টেশন থেকে তাঁকে গ্রেফতার করল আরপিএফ।
  • তাঁকে ১০ দিনের জন্য জেল হেফাজতে পাঠানো হয়েছে।
সুরাত:

ট্রেনে খেলনা বিক্রি করার সময় রাজনীতিবিদদের গলা নকল করতেন একজন হকার। শেষ পর্যন্ত তাঁকে সুরাত স্টেশন থেকে গ্রেফতার করল আরপিএফ (রেলওয়ে প্রোটেকশন ফোর্স)। খেলনা বিক্রেতা অভদেশ দুবে'র ভিডিও সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়েছে। সেই ভিডিওয় তাঁকে রাজনীতিবিদদের গলা নকল করতে দেখা গিয়েছে।

আরপিএফ-এর এক আধিকারিক জানিয়েছেন, ‘‘শুক্রবার অভদেশ দুবেকে ধরা হয়েছে সুরাত রেলস্টেশন থেকে।'' রেলওয়ে অ্যাক্ট ১৯৮৯-এর অন্তর্গত বিভিন্ন ধারায় তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। আরপিএফ এক স্থানীয় আদালতে শনিবার তাঁকে তোলে। 

কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন নির্বাচিত হলেন সনিয়া গান্ধী

Advertisement

তিনি নিজের দোষ স্বীকার করে নিয়েছেন। তাঁকে ১০ দিনের জন্য জেল হেফাজতে পাঠানো হয়েছে। আদালত তাঁকে ৩৫০০ টাকা জরিমানা ধার্য করেছে।

Advertisement