দুর্ঘটনার পর ঢাকা থেকে উত্তরপূর্ব বাংলাদেশে যাওয়ার রেল পরিষেবা বন্ধ থাকে
হাইলাইটস
- ব্রিজ পার হওয়ার সময় খালের চলে পড়ে যায় ট্রেনটি
- পাঁচটি গাড়ি গুঁড়িয়ে যায়, এদের মধ্যে একটি পড়ে যায় জলে
- দুর্ঘটনার পর ঢাকা থেকে উত্তরপূর্বগামী রেল পরিষেবা বন্ধ ছিল
ঢাকা: সোমবার ভোরে বাংলাদেশের (Bangladesh) ঢাকা থেকে ৩০০ কিলোমিটার দূরে কালৌড়ায় এক ভয়াবহ ট্রেন (train accident) দুর্ঘটনায় মৃত্যু হল চারজনের। আহতের সংখ্যা একশোরও বেশি। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় আচমকাই ভেঙে পড়ে সেতুটি (Bridge Collapses)। সঙ্গে সঙ্গে ট্রেনের পাঁচটি বগি ভেঙে চুরমার হয়ে যায়। একটি গিয়ে পড়ে জলে।
দুর্ঘটনার খবর পেয়েই ছুটে আসেন স্থানীয় মানুষ। প্রথমে তাঁরাই শুরু করেন উদ্ধার কাজ। কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হয় ঢাকা পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনি। ঘটনাস্থল থেকে তারাই উদ্ধার করে চারজনের মৃতদেহ। সেতু এবং ট্রেনের ভেঙে পড়া অংশের নীচ থেকে বের করে আনে আহতদের। জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার রশিদুল হাসান। সরকারি মতে, ট্রেনটি যাওয়ার পরেইনাকি ভেঙে পড়ে সেতুর কিছু অংশ।
আহতদের মধ্যে ২১ জনকে ভর্তি করা হয়েছে সিলেটের (Sylhet) স্থানীয় হাসপাতালে এঁদের অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক। দুর্ঘটনার পরেই বন্ধ করে দেওয়া হয় ঢাকা থেকে উত্তরপূর্ব বাংলাদেশগামী ট্রেন চলাচল। এ প্রসঙ্গে বাংলাদেশের বাসিন্দাদের অভিযোগ, খারাপ সিগনালের জন্য হামেশাই এই ধরনের রেল দুর্ঘটনা ঘটে দেশে।