বাতিল হয় তিন জোড়া লোকাল ট্রেন।
কলকাতা: শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল ব্যহত হল। বিক্ষোভের জেরে মঙ্গলবার দুপুরে প্রায় এক ঘণ্টা পরিষেবা ব্যহত হয় বলে রেল সূত্রে খবর। ঘটনার সূত্রপাত দুপুর দুটো নাগাদ। সোনারপুর এবং বারুইপুর স্টেশনের মধ্যে রেল লাইনে বিক্ষোভ দেখাতে শুরু করে বেশ কয়েকজন।
বাধ্য হয়ে পরিষেবা বন্ধ করে দিতে হয়। প্রায় এক ঘণ্টা বাদে ওঠে বিক্ষোভ। তার মধ্যে বাতিল করতে হয় তিন জোড়া লোকাল ট্রেন। তাছাড়া বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে থাকে আরও ছটি ট্রেন। চরম হেনস্থার শিকার হন যাত্রীরা। ঘণ্টা খানেক বাদে গোলমাল মিটে গেলেও বিভ্রাটের জের ছিল দীর্ঘক্ষণ। তবে এই বিক্ষোভের প্রভাব শিয়ালদা-বজবজ এবং শিয়ালদা- সোনারপুর লাইনের উপর পড়েনি।