This Article is From Aug 07, 2018

হাওড়া-বর্ধমান শাখায় ট্রেন চলাচল ব্যাহত

পূর্ব রেলের হাওড়া-বর্ধমান শাখায় আপ ট্রেন চলাচল আজ সকাল 8.54 am থেকে চার ঘণ্টা বন্ধ থাকল।

হাওড়া-বর্ধমান শাখায় ট্রেন চলাচল ব্যাহত

পূর্ব রেলের হাওড়া-বর্ধমান শাখায় আপ ট্রেন চলাচল আজ সকাল 8.54 am থেকে চার ঘণ্টা বন্ধ থাকল। বেলুড় স্টেশনে ওভারহেড তার ছিঁড়ে এই বিপত্তি হয়েছে বলে রেলের এক আধিকারিক জানিয়েছেন।

এই ঘটনার ফলে 16 জোড়া EMU লোকাল ট্রেন বাতিল হওয়ায় এবং বেশ কিছু ট্রেন চলাচলে দেরী হওয়ায় সকালে ব্যস্ততার সময় চরম ভোগান্তির শিকার হয় সাধারণ মানুষ। তবে মেল ট্রেন বা এক্সপ্রেস ট্রেন চলাচলে কোনও সমস্যা হয়নি যেহেতু তা রিভার্সেবল লাইন মারফৎ চলাচল করানো হয়েছে, জানান ওই আধিকারিক।

দুপুর একটার পর আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 37315 আপ হাওড়া তারকেশ্বর লোকাল বেলুড় স্টেশন ছাড়ার সময় ওভারহেড তারটা ছিঁড়ে যায়। ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে তৎক্ষণাৎ একটা টাওয়ার ভ্যান সেই অঞ্চলে এসে হাজির হয় ও মেরামতের কাজ শুরু করে, জানান ওই আধিকারিক।



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)

.