অবরোধের ন’জোড়া লোকাল ট্রেন বাতিল হয়েছে (ফাইল ফোটো)
হাইলাইটস
- শিয়ালদা উত্তর শাখায় ট্রেন পরিষেবা ব্যহত হল
- সোদপুর স্টেশনে অবরোধের জেরে চরম ভোগান্তির শিকার হলেন যাত্রীরা
- এক ঘণ্টারও বেশি সময় চলে অবরোধ
কলকাতা: শিয়ালদা উত্তর শাখায় ট্রেন পরিষেবা ব্যহত হল। সোদপুর স্টেশনে (Sodepur Station) অবরোধের জেরে চরম ভোগান্তির শিকার হলেন যাত্রীরা। রেল সূত্রে খবর, এদিন বিকেল পাঁচটার একটু আগে সোদপুর স্টেশনের রেললাইনে নেমে পড়ে বেশ কয়েকজন। এক ঘণ্টারও বেশি সময় চলে অবরোধ (Rail blockade)। পরে সোয়া ছ’টা নাগাদ অবরোধ উঠে যায়। কিন্তু ততক্ষণে ন’জোড়া লোকাল ট্রেন বাতিল হয়েছে। তাছাড়া বেশ কিছু ট্রেনের রুট বদলে দিতে বাধ্য হয়েছে রেল। মাত্র কয়েকদিন আগেও এই সোদপুর স্টেশন রণক্ষেত্রের চেহারা নিয়েছিল। ভুল ঘোষণার মতো ঘটনাকে সামনে রেখে অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। এদিন তেমন কিছু না হলেও দীর্ঘ সময় অবরুদ্ধ হয়ে রইল ট্রেন চলাচল। চরম ভোগান্তির শিকার হলেন যাত্রীরা।
এর আগে সাধারণ ধর্মঘটের দিনও রাজ্যের বেশ কয়েকটি জায়গায় ট্রেন অবরধের চেষ্টা হয়। অনেক জায়গা পুলিশের সঙ্গে অবরোধকারীদের ধস্তাধস্তিও হয়। তারপর এবার অবরোধে ভোগান্তি হল যাত্রীদের।