This Article is From Mar 31, 2019

স্বীকৃতির লড়াই! দেশে প্রথম রূপান্তরকামীদের গণবিবাহের আয়োজন এই রাজ্যে

ছত্তিশগড়ের রায়গড়ের মেয়র (mayor of Raigarh) মধু কিন্নর (Madhu Kinnar) নিজেও একজন রূপান্তরকামী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনিও।

স্বীকৃতির লড়াই! দেশে প্রথম রূপান্তরকামীদের গণবিবাহের আয়োজন এই রাজ্যে

রায়পুরের রূপান্তরকামী এবং সমাজ কর্মী বিদ্যা রাজপুত (transgender and social activist Vidya Rajput) এই অনুষ্ঠানটি আয়োজন করেন

রায়পুর:

গণবিবাহের আয়োজন দেশে নতুন নয়। কিন্তু রূপান্তরকামীদের জন্য গণবিবাহের (mass wedding ceremony) আয়োজন! সম্ভবত দেশে এমন ঘটনা আগে ঘটেনি। শনিবার ট্রান্সজেন্ডার বা রূপান্তরকামী সম্প্রদায়ের (transgender community) জন্য আয়োজিত গণ বিবাহের অনুষ্ঠানে পনেরো জন এমনই দম্পতি জীবনসঙ্গী খুঁজে পেলেন। প্রথা মেনে গায়ে হলুদ, মেহেন্দি, আংটিবদল ও সঙ্গীত সব কিছুরই ঘটা করে আয়োজন হয়েছিল এই অভিনব বিবাহ আসরে। 

ড্রাগের সুলুক সন্ধানে এসে পাঞ্জাবে নিজের অফিসেই খুন ড্রাগ ইন্সপেক্টর নেহা

ছত্তিশগড়ের রায়গড়ের মেয়র (mayor of Raigarh) মধু কিন্নর (Madhu Kinnar) নিজেও একজন রূপান্তরকামী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনিও। মধু কিন্নর বলেন, “এটা অনেক আগেই ঘটার কথা। কারণ আমরা, রূপান্তরকামীদের আনন্দ আর দুঃখ কারোর সঙ্গে ভাগ করে নেওয়ার মতো কেউ তো নেই। কেউ আমাদের দুঃখ বুঝতে পারে না। আজকে সরকার আমাদের এতো ভালো পরিকল্পনা দিয়েছে এবং আমাদের বিয়ে করার সুযোগ দিয়েছে। সরকারকে অনেক ধন্যবাদ আমার তরফে।”

তিনি আরও বলেন, “আমরা জীবনের অংশীদার পাচ্ছি, এর চেয়ে ভালো খবর কি হতে পারে?” রূপান্তরকামীদের এইধরণের গণবিবাহের আয়োজন সম্ভবত এই দেশে প্রথম। মধু কিন্নর আশাবাদী যে ভবিষ্যতে এ ধরনের অনুষ্ঠান আরও হবে। 

"বারাণসী থেকে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ভোটে দাঁড়াব", বললেন বরখাস্ত জওয়ান

২০১৪ সালে সুপ্রিম কোর্ট (2014 Supreme Court judgement) রায় জানায়, ট্রান্সজেন্ডার বা রূপান্তরকামীরা এখন ‘তৃতীয় লিঙ্গ' (third gender) হিসাবে স্বীকৃত এবং সকলের মতোই সাংবিধানিক অধিকার ও স্বাধীনতা (constitutional rights and freedom) উপভোগ করবেন তাঁরা।

রায়পুরের রূপান্তরকামী এবং সমাজ কর্মী বিদ্যা রাজপুত (transgender and social activist Vidya Rajput) এই অনুষ্ঠানটি আয়োজন করেন। ছত্তিশগড় ও অন্যান্য রাজ্যের রূপান্তরকামী দম্পতিরা এতে আয়োজন নেন।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.