SSKM-এ ১০ তলার এই Trauma Care Centre তৈরি করতে প্রায় ২০ কোটি টাকা খরচ হবে।
কলকাতা: রাজ্য সরকারের উদ্যোগে এবার ট্রমা সেন্টার (Trauma Care Centre) খোলা হচ্ছে এসএসকেএম হাসপাতালে (SSKM)। চলতি বছরের শেষের দিকে চালু হবে এই ট্রমা সেন্টারটি। আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পর এটি হতে চলেছে রাজ্যের দ্বিতীয় ট্রমা সেন্টার।
এআইটিসির অফিসিয়াল ওয়েবসাইট সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় নিউরো-সার্জিকাল ও অর্থোপেডিক অস্ত্রোপচার এবং অন্যান্য এমার্জেন্সি পরিষেবা পাওয়া যাবে এই ট্রমা কেন্দ্রে (Trauma Care Centre)। মাথায় গুরুতর আঘাতের চিকিৎসাও (অস্ত্রোপচারের আগে ও পরে) এই ট্রমা সেন্টারে করা যাবে বলে জানা গেছে।
10 তলার এই ট্রমা সেন্টার তৈরি করতে প্রায় 20 কোটি টাকা খরচ হবে। রাজ্যের ছ’টি মেডিক্যাল কলেজ ও হাসপাতালেই ট্রমা সেন্টার (Trauma Care Centre) খোলা রাজ্য সরকারের মূল লক্ষ্য। এই (SSKM) মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলিতে সারা বছরই বহু রোগী ভর্তি হয়, তাতে উপকৃত হবেন অনেকে।