Read in English
This Article is From May 09, 2018

আফগানিস্থানে ভূমিকম্পের পরে দিল্লি, জম্মু ও কাশ্মীরের ভূমিকম্প অনুভূত হয়

জম্মু কাশ্মীরের কিছু কিছু জায়গাতেও ভূমিকম্প অনুভূত হয়েছে

Advertisement
অল ইন্ডিয়া

The earthquake was felt in many parts of Delhi and neighbouring Gurgaon

নিউ দিল্লি : আফগানিস্থানে ভূমিকম্পের প্রভাব পড়লো দিল্লিসহ পার্শ্ববর্তী গুরগাওঁতে। কাবুলে 6.2 ম্যাগনিটিউড শক্তিশালী এই ভূমিকম্পের পর সেই প্রভাব পড়েছে দেশের এই প্রান্তে। 

এএনআই রিপোর্ট অনুযায়ী জম্মু কাশ্মীরের কিছু কিছু জায়গাতেও ভূমিকম্প অনুভূত হয়েছে। 

মার্কিন যুক্তরাষ্ট্র জিওলজিক্যাল সার্ভে কিংবা USGS রিপোর্ট অনুযায়ী, আফগানিস্তান ও তাজাকিস্তান বর্ডার এলাকার ভূতলের 111.9 কিলোমিটার অভ্যন্তরেই ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। 

কম্পন অনুভব করার পর সাধারণ মানুষ টুইট করতে শুরু করেছে 
 
 
Advertisement
Advertisement