রেল ট্র্যাক থেকে শুরু করে প্রতিটি ধাপই ভালভাবে সম্পন্ন হয়েছে
কলকাতা: কোনও সমস্যা ছাড়াই ইস্ট ওয়েস্ট মেট্রোর প্রথম ট্রায়াল রান শেষ হল। দেশের ইতিহাসে এটি ছিল অন্যতম দ্রুত ট্রায়াল রান। জানা গিয়েছে মাত্র আড়াই মাস আগে এসেছিল রেক । আর ট্রায়াল রান হয়েছে বুধবার। তাতে কোনও রকম কোনও সমস্যা ধরা পড়েনি বলে জানা গিয়েছে। রেল ট্র্যাক থেকে শুরু করে প্রতিটি ধাপই ভালভাবে সম্পন্ন হয়েছে।
সেক্টর ফাইভ থেকে শুরু হয়ে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত পরীক্ষামূলক ভাবে ছোটে ট্রেন। এই রুটের মোট গতিপথ 16.6 কিলোমিটার। অধিকর্তা অনুপকুমার কুন্ড জানিয়েছেন, রেক থেকে শুরু করে ট্র্যাক ও থার্ড রেলের পরীক্ষায় কোনও সমস্যা ধরা পড়েনি। পুরো ব্যাপারটাই শেষ হয়েছে মসৃনভাবে।
মোট পাঁচটি রেক নিয়ে যাত্রা শুরু হবে। তার মধ্যে এখন যেটি হাতে আছে সেটি স্টেট অফ আর্ট প্রযুক্তিতে তৈরি। একই ধরনের আরও একটি রেক আসবে কয়েকদিনের মধ্যেই। ধীরে ধীরে চলে আসবে সবকটি রেক। সব কিছু ঠিক থাকলে এ বছর দূর্গা পুজো থেকেই পরিষেবা চালু হবে বলে মনে করছেন মেট্রোর জেলারেল ম্যানেজার অজয় বিজয়বর্গীয়। প্রথমে মেট্রো চলবে সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত। পরের ধাপে পরিষেবা চালু হবে স্টেডিয়াম থেকে ফুলবাগান পর্যন্ত। এই কাজটি শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে 2019 সালের মার্চ মাসের মধ্যে।
গত বেশ কয়েক বছর ধরে ইস্ট ওয়েস্ট মেট্রো নিয়ে জল ঘোলা হয়ে চলেছে। হয়েছে একাধিক মামলাও। শেষমেশ আদালতের সবুজ সংকেত পেয়ে শুরু হয়েছিল কাজ। গতিপথের সবচেয়ে শক্ত কাজ ছিল নদীর তলায় ট্যানেল তৈরি। সেটি শেষ হয়েছে জুন মাসে। এবার বাকি কাজ শেষ করে যাত্রা শুরুর অপেক্ষায় ইস্ট ওয়েস্ট মেট্রো। কলকাতায় মেট্রোর পথ চলা শুরু সেই 1984 সালে। আসতে আসতে বেড়েছে পরিধি। এখন নতুন পালক জোড়ার অপেক্ষা।
(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)