This Article is From Jun 15, 2019

মমতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি, কোনও প্রতিক্রিয়া পাইনি: রাজ্যপাল ত্রিপাঠী

সাংবাদিকদের তিনি বলেন, আমি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি।

মমতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি, কোনও প্রতিক্রিয়া পাইনি: রাজ্যপাল ত্রিপাঠী
কলকাতা:

পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠী শুক্রবার জানালেন, তিনি জুনিয়র চিকিৎসকদের ধর্মঘটের বিষয়ে আলোচনা করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেকেছিলেন, কিন্তু তাঁর কাছ থেকে কোনোও প্রতিক্রিয়াই পাননি তিনি।

আহত জুনিয়র চিকিৎসক পরিবহ মুখোপাধ্যায় যে হাসপাতালে ভর্তি, সেখানে তাঁকে দেখতে যান কেশরীনাথ। পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, “আমি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি। আমি তাঁকে ডেকেও পাঠিয়েছি। কিন্তু এখনও পর্যন্ত তাঁর কাছ থেকে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যদি তিনি আমাকে জানান, আমরা বিষয়টি নিয়ে আলোচনা করব।”

সোমবার রাতে এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মারা যাওয়া একজন রোগীর আত্মীয়স্বজনের হাতে আক্রান্ত দুই জন জুনিয়র ডাক্তাদের মধ্যে পরিবহ মুখোপাধ্যায় একজন। সারা রাজ্য জুড়েই চিকিৎসা পরিষেবা কার্যত থমকে আছে ওইদিনের ঘটনার পর। বৃহস্পতিবার রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী ডাক্তারেদের সঙ্গেও সাক্ষাৎ করেন।

.