Read in English
This Article is From Sep 13, 2018

মমতার শিকাগো সফর বাতিল হয়েছে কেন্দ্রের কারণেই, দাবি তৃণমূলের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিকাগো সফর বাতিল ঘিরে রাজনৈতিক তরজা চলছেই।

Advertisement
Kolkata (with inputs from Agencies)

সাম্প্রতিক কালে একাধিকবার মুখ্যমন্ত্রীর বিদেশ সফর বাতিল হয়েছে।

Highlights

  • চাপ দিয়ে মমতার শিকাগোর বাতিল করা হয়েছে দাবি তৃণমূলের
  • সফর বাতিলে ভূমিকা নেই, দাবি বিদেশ মন্ত্রকের
  • Foreign ministry said it did not receive any request for the visit
নিউ দিল্লি :

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিকাগো সফর বাতিল ঘিরে রাজনৈতিক তরজা চলছেই। স্বামী বিবেকানন্দর শিকাগো সভার 125 বছর উপলক্ষ্যে আয়োজিত  অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু  পরে সেটি বাতিল হয়েছে। এ ব্যাপারে চক্রান্ত হয়েছে বলে মনে করেন মমতা। তবে বিদেশ মন্ত্রক জানায় এই মর্মে কোনও অনুরোধই তারা পায়নি। এই  পরিস্থিতিতে বিরধিতার সুর আরও  চড়াল  তৃণমূল। দলের রাজ্য সভার সাংসদ ডেরেক’ও ব্রায়েন জানালেন  সফর বাতিল করতে চাপ দেওয়া হয়েছে।

তাঁর দাবি বিবেকানন্দ  বেদান্ত  সোসাইটি থেকে মুখ্যমন্ত্রীকে  আমন্ত্রণ জানানো হয়। কিন্তু পরে  প্রবল চাপের মুখে  নিজেদের অবস্থান থেকে সরে আসতে বাধ্য হয়েছে আয়োজক সংস্থা। আর এটা সবাই জানে বিজেপি এবং আরএসএস চেয়েছিল অনুষ্ঠানটির আয়োজন করুক ওয়ার্ল্ড হিন্দু কংগ্রেসের। তাতে আমন্ত্রণ জানানো হোক আরএসএস প্রধান মোহন ভাগবতকে। সেটা যাতে করা যায়  তার জন্যই চাপ দিয়ে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান বাতিল করা হয়েছে। এর আগে  একটি অনুষ্ঠানে হাজির হয়ে মমতা নিজে বলেন আমি শিকাগো যেতে চেয়েছিলাম  কিন্তু আমার যাওয়া হয়নি। কেউ চক্রান্ত করেই এমনটা করেছে। তাঁর লক্ষ্যও যে বিজেপি এবং আরএসএস ছিল তাতে  কোনও সন্দেহ নেই। তবে  বিদেশ মন্ত্রকের মুখপাত্র রাবিশ কুমার জানিয়েছেন তাঁরা এমন কোনও অনুরোধ পাননি। সাম্প্রতিক কালে একাধিকবার মুখ্যমন্ত্রীর বিদেশ সফর বাতিল হয়েছে। আর তা  ঘিরে চড়েছে রাজনৈতিক পারদ।             

   

Advertisement
Advertisement