Read in English
This Article is From Mar 16, 2020

করোনা সংক্রমণ রুখতে সংসদে ‘ডেমো' দিতে চাইলেন ডেরেক ও'ব্রায়েন

পরে টুইট করে ডেরেক লেখেন, ‘‘আজ সংসদে জন সচেতনতার বার্তা দিতে চাইছিলাম করোনা সংক্রমণ রুখতে কী করা উচিত সে বিষয়ে।’’

Advertisement
অল ইন্ডিয়া Edited by

সোমবার সংসদে বক্তব্য রাখেন ডেরেক ও’ব্রায়েন। (ফাইল)

নয়াদিল্লি:

তৃণমূল কংগ্রেসের (TMC) নেতা ও সাংসদ ডেরেক ও'ব্রায়েন (Derek O'Brien) সোমবার সংসদে করোনা ভাইরাস (Coronavirus) নিয়ে কড়া মন্তব্য করলেন। তিনি দাবি করলেন, ‘‘দেশে এমন এক সময় এসেছে, যখন আমাদের দলীয় পতাকার ঊর্ধ্বে উঠতে হবে।'' টুইটারে একটি ভিডিও ক্লিপ শেয়ার করেছেন ৫৯ বছরের রাজনীতিক। তিনি বলেন, ‘‘আমি আগামী এক মিনিটকে ব্যবহার করতে চাই এটাকে (করোনা ভাইরাস) রুখতে কী করা উচিত সে কথা জানাতে।'' এরপর তিনি হাত ঘষতে আরম্ভ করলে রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু তাঁকে হাতের ভঙ্গিতে কোনও মুদ্রা না করতে।

করোনার প্রভাব, ১৫ এপ্রিল পর্যন্ত স্কুল বন্ধ রাখার ঘোষণা রাজ্যের

পরে টুইট করে ডেরেক লেখেন, ‘‘আজ সংসদে জন সচেতনতার বার্তা দিতে চাইছিলাম করোনা সংক্রমণ রুখতে কী করা উচিত সে বিষয়ে। সাধারণ ভাবেই দেখাতে চেয়েছিলাম। ২০ সেকেন্ড ধরে কীভাবে হাত ধুতে হবে। শেষ পর্যন্ত সেই ‘ডেমো' দেখাতে হল পিছনে হাত লুকিয়ে।''

সোমবার থেকে ভক্তদের ভোগ বিতরণ বন্ধ হল বেলুড় মঠে

Advertisement

ওই ক্লিপে তাঁকে বলতে শোনা যায়, ‘‘অন্যতম উপায় হচ্ছে (করোনা রুখতে) আপনার হাত ২০ সেকেন্ড ধরে ধোয়া। চেষ্টা করুন এবং বাড়িতে থাকুন।তৃতীয় সহজ উপায় হচ্ছে হাঁচি-কাশির সময় মুখ ঢেকে রাখুন।''
তিনি বলেন, ‘‘এসব কথা ছড়িয়ে দিতে সব সংস্থারই চেষ্টা করা উচিত। আজ সংসদে একথা বলা উচিত ছিল।''
সোমবার থেকে সংসদে প্রবেশের ক্ষেত্রে নতুন নিয়ম চালু হল। এখন কেবল মাত্র সাংসদ, কর্মী ও সাংবাদিকদের প্রবেশাধিকার রয়েছে।

এখনও পর্যন্ত দু'জনের মৃত্যু হয়েছে দেশে। আক্রান্ত শতাধিক। চিনের উহান শহর থেকে ছড়াতে শুরু করে এই মারণ ভাইরাস। ১০০টি দেশে ছড়িয়ে পড়ার পর পরিস্থিতিকে ‘অতিমারী' ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু'। 

Advertisement