বিজেপি এই ধরনের অভিযোগকে উড়িয়ে দিয়ে জানিয়েছে, এই অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
Kolkata: পূর্ব মেদিনীপুরের (East Midanpore) এক তৃণমূল (TMC) নেতা কয়েকজন দুর্বৃত্তদের হাতে নিহত হয়েছেন। এখনও পর্যন্ত এই ঘটনায় তিনজন গ্রেফতার হয়েছেন। মৃতের নাম পাঁশকুড়ার পঞ্চায়েত সমিতিতে তৃণমূলের সহ সভাপতি কুরবান আলি শাহার। তাঁকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ অর্থাৎ একেবারে সামনে থেকে গুলি করে হত্যা করা হয়েছে। তাঁর ব্লক অফিসে ছ'জন বাই আরোহী এসে সোমবার রাতে তাঁর উপরে গুলি চালায় বলে এক বর্ষীয়ান পুলিশ আধিকারিক জানিয়েছেন। ওই দুষ্কৃতীরা এলাকা ছাড়ার পর বোমা ছুড়তে ছুড়তে পালিয়ে যায় বলে অভিযোগ। তদন্ত শুরু হয়েছে এবং তিনজনকে গ্রেফতার করা হয়েছে ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে।
"দীপাবলির উপহার": কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের জন্য ৫% ডিএ বাড়ানোর ঘোষণা
তৃণমূল নেতা ও রাজ্যের মন্ত্রী শুভেন্দু আধিকারী জানিয়েছেন, ‘‘মৃতের পরিবারের সদস্যরা ও স্থানীয় জনতা মনে করছে বিজেপি কুরবান আলির হত্যার পিছনে রয়েছে। কেননা উনি এলাকার একজন জনপ্রিয় নেতা ছিলেন।''
তিনি অভিযোগ জানান, বিজেপি এই খুনের মাধ্যমে স্থানীয় জনতাকে আতঙ্কিত করার চেষ্টা করছে।
বিজেপি এই ধরনের অভিযোগকে উড়িয়ে দিয়ে জানিয়েছে, এই অভিযোগ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
বিজেপি সভাপতি মানস রায় জানিয়েছেন, ‘‘বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং কুরবান আলির হত্যার পিছনে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব রয়েছে।''
দেখুন ভিডিও