This Article is From Jun 10, 2020

বাসন্তীতে তৃণমূল নেতাকে গুলি করে খুন

আমির আলি খানের খুনের ঘটনায় বিরোধীদের দিকে আঙুল তুলেছে রাজ্যের শাসকদল

Advertisement
সিটিস Reported by

ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় তাজা বোমা ছোঁড়ে তারা, ফলে তিনজন আহত হন বলে জানিয়েছে পুলিশ (প্রতীকি ছবি)

কলকাতা:

দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে (South 24 Pargana) স্থানীয় এক তৃণমূল নেতাকে গুলি করে খুন করল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। বুধবার এমনটাই জানিয়েছে পুলিশ। এক পুলিশ আধিকারিক জানান, আজ প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন বাসন্তীর তৃণমূল নেতা( TMC Leader) ৫৬ বছরের আমির আলি খান, সেই সময় তাঁকে গুলি করে দুষ্কৃতীরা। ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় তাজা বোমা ছোঁড়ে তারা, ফলে তিনজন আহত হন বলে জানিয়েছে পুলিশ। তৃণমূল নেতা আমির আলি খানের খুনের পিছনে দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব রয়েছে রয়েছে পুলিশ সূত্রের খবর। এলাকার দখল কাদের হাতে থাকবে, তা নিয়ে দীর্ঘদিন ধরেই রেষারেষি ছিল তৃণমূলের যুব ও মূল সংগঠনের মধ্যে। ঘটনার পরেই দলের এক যুব নেতার বাড়ি ভাঙচুর করেন স্থানীয়রা।

ঘটনার সঙ্গে কোনওরকম জড়িত থাকার অভিযোগ উড়িয়ে দিয়েছে রাজ্যের শাসকদল। পাশাপাশি দলের গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্বও খারিজ করে দিয়েছে তারা। আমির আলি খানের খুনের ঘটনায় বিরোধীদের দিকে আঙুল তুলেছে রাজ্যের শাসকদল।

(PTI এর তথ্য সংযোজিত হয়েছে)

Advertisement
Advertisement