This Article is From Jul 01, 2019

গাড়ি ভাঙচুর করে তৃণমূল নেতা উদয়ন গুহকে হেনস্থার অভিযোগ; কাঠগড়ায় বিজেপি

উদয়ন গুহর অভিযোগ, এই রাজ্যে যাতে অবাধে গুন্ডামি চালিয়ে যেতে পারে বিরোধী দল তাই তৃণমূলের কর্মসূচিতে বাধা সৃষ্টি করেছে বিজেপি।

গাড়ি ভাঙচুর করে তৃণমূল নেতা উদয়ন গুহকে হেনস্থার অভিযোগ; কাঠগড়ায় বিজেপি

তৃণমূলের অনুষ্ঠান আটকাতেই বিজেপির এই গুণ্ডামি; উদয়ন গুহ

কলকাতা:

দলেরই অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় রাজ্যের বিরোধী দল বিজেপির কর্মী সমর্থকের হাতে হেনস্থা অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেসের সাংসদ উদয়ন গুহ (Trinamool Congress lawmaker Udayan Guha)। ভোট পরবর্তী সন্ত্রাসের চিত্র সারা রাজ্যেই কমবেশি এক। পাল্লা দিয়ে চলছে রাজ্যের দুই যুযুধান পক্ষ তৃণমূল ও বিজেপির একে অন্যকে দোষারোপের পালা। উদয়ন গুহ অভিযোগ করেছেন, রোববার কোচবিহার জেলায় দলের একটি কর্মসূচিতে যাওয়ার পথে তার গাড়ি ভাঙচুর করা হয় এবং এই ঘটনায় তাঁর সরাসরি অভিযোগ বিজেপি কর্মীদের (BJP activists) বিরুদ্ধেই।

উদয়ন বলেন “আমার একটি পূর্ব পরিকল্পিত জনসংযোগ যাত্রা (Janasanyog Yatra) ছিল এবং শীতলকুচিতে সেই নির্দিষ্ট স্থানেই যাচ্ছিলাম আমরা। কিছু বিজেপি সমর্থক আমার পথ আটকে বাধা দেয় এবং আমাকে ঘিরে ‘গো ব্যাক' স্লোগান তুলে চিৎকার করতে শুরু করে। আমি যখন বাধা দিই ওরা আমার গাড়ি ভাঙচুর করে এবং আমাকে হেনস্থা করে।” পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে এবং অপরাধীদের অবিলম্বেই গ্রেফতার করা হবে।

 World Social Media Day: গুজব রটাতে সোশ্যাল মিডিয়া ব্যবহার করবেন না: মমতা বন্দ্যোপাধ্যায়

উদয়ন গুহর অভিযোগ, এই রাজ্যে যাতে অবাধে গুন্ডামি চালিয়ে যেতে পারে বিরোধী দল তাই তৃণমূলের কর্মসূচিতে বাধা সৃষ্টি করেছে বিজেপি। তিনি বলেন, “আমার গাড়ি এবং আমার ওপর হামলা চালানোটা আসলে আমাদেরকে মানুষের কাছে পৌঁছনোর থেকে বিরত রাখার একটি প্রচেষ্টা মাত্র। ওরা গুন্ডামি চালিয়ে যাচ্ছে, কিন্তু কেউ আমাদেরও থামাতে পারে না।”

উদয়ন আরও বলেন, “যদি আমাদের দলীয় কর্মীরা আমার ওপর হামলার প্রতিবাদ জানায়, ওরা তা সামলাতে পারবে তো? আমরা জানি না।” 

আমার পোশাক নিয়ে মন্তব্যের অধিকার কারও নেই: নুসরত

উদয়ন গুহর অভিযোগ প্রত্যাখ্যান করে রাজ্য বিজেপি সভাপতি ও সংসদ সদস্য দিলীপ ঘোষ (state BJP President and MP Dilip Ghosh) বলেন, “উদয়ন গুহকে আগেই হেনস্থা করা হয়েছিল এবং আসল ঘটনাটা হল, সাধারণ মানুষের উপর তার দলের কর্মীরা যেভাবে চাঁদা চেয়ে জুলুমবাজি ও নির্যাতন চালিয়েছে তিনি তারই পরিণতি ভোগ করছেন।"

.