কলকাতা: বজবজ পৌরসভার তৃণমূল কাউন্সিলরকে গুলি অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের। সোমবার সন্ধ্যায় একটি দলীয় কার্যালয় সংলগ্ন এলাকায় তাঁকে লক্ষ্য করে গুলি করা হয় বলে জানিয়েছে পুলিশ।
দিন কয়েক আগে নদিয়ার কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক দুষ্কৃতীদের গুলিতে খুন হন। পুলিশ জানিয়েছে, সোমবার দলীয় কার্যালয়ে বসেছিলেন তৃণমূল কাউন্সিলর মিঠুন টিকাদার। সেই সময় বাইকে করে দুই দুষ্কৃতী পার্টি অফিসের ভিতরে ঢুকে তাঁকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে।
তৃণমূল বিধায়ককে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন
তৃণমূল সূত্রের খবর, কাউন্সিলরকে গুলি করার পর বোমা ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে যায় দুষ্কৃতীরা। সংবাদসংস্থা পিটিআইকে বজবজ পৌরসভার ডেপুটি চেয়ারম্যান গৌতম দাশগুপ্ত বলেন, “আমরা তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেছি। তলপেটে এবং বুকে গুলি লেগেছে, তাঁর অবস্থা সঙ্কটজনক”।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
“বিধায়কের খুনীদের কাউকেই রেয়াত করা হবে না”, হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
৯ ফেব্রুয়ারি সরস্বতী পুজোর একটি অনুষ্ঠানে নদীয়ার কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিত বিশ্বাসকে লক্ষ্য করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি খুন করে দুষ্কৃতীরা।