Kolkata:
কোলকাতা: পঞ্চায়েত ভোটের আগে চাঞ্চল্যের সৃষ্টি করার জন্য পাঁচজন তৃণমূল কংগ্রেসের সমর্থককে বিজেপি খুন করে দিয়েছে এমনটাই অভিযোগ জানানো হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে. তারা সেই অভিযোগ জানানোর জন্য আজ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ-এর সাথে দেখা করবে বলে ঠিক করেছে.
তৃণমূলের সংসদ সদস্য সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, "তৃণমূলের পাঁচ জন সমর্থক নিহত হয়েছে।" তিনি আরও জানিয়েছেন যে, "আমরা তাদের পরিবারের সদস্যদের রাষ্ট্রপতির কাছে নিয়ে এসেছি যাতে তারা তাদের দুঃখের কথা তাঁকে জানাতে পারে.''
এই ঘটনার পরিপেক্ষিতে বিজেপির নেতা রাজু ব্যানার্জি জানিয়েছে যে, ''রাষ্ট্রপতির কাছে সম্পূর্ণ রূপে একটা ভুল তথ্য প্রদান করা হচ্ছে.''
তৃণমূল চার পৃষ্ঠার একটা লম্বা চিঠি রাষ্ট্রপতিকে দিয়ে এটাই জানতে চেয়েছে যে,''তৃণমূল মনোনয়ন পত্র জমা দিতে দিচ্ছে না, এটা একেবারেই ভুল তথ্য, আসলে বিরোধী পক্ষের 96000 গুলি মনোনয়ন পত্র বাতিল হয়ে গেছে.''
অন্যদিকে সিপিএমের নেতা বিমান বসু বলেছেন যে, '' তৃণমূল যদি মনে করে তারা মিথ্যে দিয়ে জয়লাভ করবে তাহলে খুবই ভুল, মানুষ একদিন সত্যিটা ঠিকই জানতে পারবে.''